কলকাতা: নিজের ধৈর্য্যর পরীক্ষা নিতে চান? তাহলে এই অপটিকাল ইলিউশন (Optical ) বা দৃষ্টিভ্রমের ছবি নিয়ে বসে পড়তে পারেন। মনকে নাড়িয়ে দেওয়া এই ছবিটি দিয়ে নিজের চোখের পরীক্ষাও করে নিতে পারবেন। এই ছবিটি রীতিমতো পাজলের (Puzzle) মতো। একটি ছবিতেই লুকিয়ে রয়েছে ১৬টি প্রাণী। মানুষ এবং পশু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তাই খুঁজে পাওয়া যথেষ্ট শক্ত।
প্রাথমিকভাবে যখন দেখছেন তখন মনে হবে এই তো চোখের সামনে এতগুলি প্রাণী৷ শেয়াল এবং ঈগল সবার আগেই চোখে পড়বে। তবে এখানেই শেষ নয়। মনে রাখতে হবে, আরও একাধিক প্রাণী রয়েছে। সেগুলি খুঁজে পাওয়া মোটেও সহজ কাজ নয়। ১৮৭২ সালে এই ছবিটি প্রথম প্রকাশিত হয় বলে খবর। অতএব এই ছবিটির একটি ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। সেই সময় কতটা সাড়া ফেলেছিল জানা নেই। তবে একুশ শতকে এই ছবিই এখন সুডোকুর (Sudoku) মতো।
আরও পড়ুন, ছবিতে লুকিয়ে রয়েছে হাতি! উত্তর দিতে পেরেছেন ১ শতাংশ; আপনি পারলেন?
এই ছবিটি কিন্তু বেশ রহস্যে মোড়া। গোটা ছবি জুড়ে ক্যামোফ্লাজ করে রয়েছে প্রাণীরা৷ অথচ এক ঝলকে দেখে বোঝার উপায় নেই। কিন্তু প্রাণীগুলি কিন্তু আপনার দিকেই তাকিয়ে রয়েছে। তবে তা গোপনে। ছবিটি ১৮৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক শিল্পী ক্যুরিয়ের এবং আইবিস তৈরি করেন। আর আজ সেই ছবিই ইন্টারনেটে জনপ্রিয় ও ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন প্রায় ১৫০ বছর আগের ছবি যেভাবে আজও মনকে নাড়িয়ে দিয়ে চলেছে তা প্রশংসার যোগ্য।
এখনও ছবির উত্তর খুঁজে না পেলে রইল কিছু সমাধান সূত্র। এবার দেখুন তো পারেন কি না।
এক, সামনের শিয়ালটি কিন্তু একাধিক প্রাণী দিয়ে পরিবেষ্টিত। ঘোড়া, ভেড়া এবং বিলুপ্তপ্রায় একটি পায়রা রয়েছে আশেপাশেই। গাছের নীচের দিকে একটি প্রাণীও রয়েছে। এছাড়াও গাছে মিশে রয়েছে মানুষের একাধিক মুখ। তবে হ্যাঁ একটু সময় নিয়ে খুঁজতে হবে।