প্রদ্য়োৎ সরকার, নদিয়া : নদিয়ার (Nadia) তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বিপুল জয় পেল সিপিএম (CPM)। ৪৪টি আসন দখল করলেন বাম প্রার্থীরা। তৃণমূল (TMC) জয়ী হয়েছে ৬টি আসনে। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে অ্যাডহক কমিটি ভেঙে রবিবার এই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট হয়। 


নদিয়ায় ফের বাজিমাত বামেদের। তাহেরপুর পুরসভার (Taherpur Municipality) নির্বাচন, পলাশিপাড়ার চাঁদেরঘাট সমবায়, তেহট্ট কৃষি উন্নয়ন সমবায়, তেহট্টের ধৌপট্ট কুষ্টিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পর এবার তেহট্টের নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী হল সিপিএম। 


১৯৬০ সাল থেকে ২০২১ পর্যন্ত একচেটিয়া বামেদের দখলেই ছিল এই সমবায় সমিতি। অভিযোগ, এরপর নির্বাচন না করেই অ্য়াডহক কমিটি গড়ে তৃণমূল। জল গড়ায় আদালত পর্যন্ত। পরে ওই কমিটি ভেঙে ভোট করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। গত রবিবার, নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি (Krishi Samabay Samiti) লিমিটেডের প্রতিনিধি নির্বাচন ছিল। 


সেখানে মোট ভোটার ১ হাজার ২৪১ জন। ৪৪টি আসনে জয়ী হন সিপিএমের (CPIM) প্রার্থীরা। তৃণমূলের দখলে যায় মাত্র ৬টি আসন। উল্লেখ্য, নাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বিজেপি (BJP) কোনও প্রার্থীই দিতে পারেনি। 


প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে (Nanadakumar) সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে রাম-বাম জোট ও নন্দকুমার মডেল নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারপর দেখা যায় কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে তৃণমূল ও বিজেপি বিরোধী লড়াইয়ে অবতীর্ণ বাম শিবির।


আগের সাগরদিঘি উপনির্বাচনে যেমন কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল বামেরা। এবারে তেমনই আসন্ ধূপগুড়ি উপনির্বাচনে বাম প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস। আগামী ১ সেপ্টেম্বর ধূপগুড়িতে একইসঙ্গে সভা করার কথা অধীর রঞ্জন চৌধুরী ও মহম্মদ সেলিমের। প্রসঙ্গত, সেই দিনই দিল্লিতে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিজেপি বিরোধী জাতীয় রাজনৈতিক প্রেক্ষিতে বৈঠকে বসবেন।                   


আরও পড়ুন- রাজনৈতিক ছত্রছায়া আর পুলিশের একাংশেরই লোভেই কি বারুদের স্তুপে বাংলা ? উঠছে প্রশ্ন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial