প্রদ্যোৎ সরকার, নদিয়া: সোমবার রাতে এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরূপ সাহা। তার বাড়ি কৃষ্ণনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে ওই ব্যক্তি নাকাশিপাড়া বিডিও অফিস সংলগ্ন একটি এটিএম মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করার চেষ্টা করে। সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিল নাকাশিপাড়া থানার পুলিশ। বিষয়টি তাদের নজরে আসতেই তারা ওই ব্যক্তিকে আটক করে। এরপরই তার কাছ থেকে একটি গ্যাস কাটার ও বিভিন্ন যন্ত্রপাতি সহ ২ হাজার টাকা মূল্যের ১৫ টি জাল নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি করে ওই ব্যক্তি ওই এলাকায় এসেছিলেন। গাড়িসহ উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। 


কিছুদিন আগেই আন্তঃরাজ্য এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতাড়া গ্যাংয়ের মাস্টার মাইন্ড। ঝাড়খণ্ড থেকে মূল অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, ব্যাঙ্কের কেওআইসি আপডেট করতে বলে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয়ে বাগুইআটির বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তে উঠে আসে জামতাড়া গ্যাংয়ের লিঙ্ক। সেই সূত্র ধরে আগেই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে ঝাড়খণ্ডে মূল পাণ্ডার হদিশ মেলে। গতকাল চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়।


ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাগুইআটির বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জামতাড়া গ্যাংয়ের লিঙ্কের তথ্য ধরেই দুজনকে গ্রেফতার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল মূল পাণ্ডা কার্তিক মণ্ডলকে গ্রেফতার করা হয়। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতের তোলা হবে। ধৃতদের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।