অ্যানটোয়ার্প: শিম্পাঞ্জির সঙ্গে প্রেমের জেরে চিড়িয়াখানায় প্রবেশ নিষিদ্ধ হল এক মহিলার(Woman Banned From Belgium Zoo)। আজব এই ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের এক চিড়িয়াখানায়। মহিলা নিজেই জানিয়েছেন, ৪ বছর ধরে শিম্পাঞ্জির সঙ্গে 'সম্পর্কে' রয়েছেন তিনি(Woman Affair With Chimpanzee)। 


মানুষে-পশুতে অসম প্রেম!(Woman Affair With Chimpanzee)
প্রায়শই ধনী-গরিব বা জাতপাতের আবহে থমকে যায় প্রেমের রথ। ছেলে-মেয়ের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। তবে বেলজিয়ামে যা ঘটেছে তা ব্যতিক্রম। মানুষে-পশুতে প্রেমে 'দেওয়াল' হয়ে দাঁড়িয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শিম্পাঞ্জির সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করায় চিড়িয়াখানায় ঢোকা নিষিদ্ধ হয়েছে মহিলার।


৪ বছরের প্রেমের পরশ(Woman Banned From Belgium Zoo)
মাঝে কাঁচের পুরু দেওয়াল। ওপারে শিম্পাঞ্জিকে দেখে 'ফ্লায়িং কিস' ছুড়ে দিতেন মহিলা। পাল্টা প্রেম নিবেদনে কার্পণ্য করত না প্রেমী। কখনও কাঁচেই ঠোট লাগিয়ে চলত 'চুমুর বিস্ফোরণ'। এডি টিমারম্যান্স নামের ওই মহিলা জানিয়েছেন, চার বছর ধরে তাদের প্রেমে ফাটল ধরেনি।কিন্তু এই কথা প্রকাশ্যে বলতেই আপত্তি করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এমনকী চিড়িয়াখানায় তাঁর প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এর কারণ বুঝে উঠতে পারছেন না তিনি।


কী বলছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ? (Why Woman Banned From Zoo?) 
বেলজিয়াম চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলার সঙ্গে প্রেমের বিষয়ে জানতে পেরেই সতর্ক হয়েছেন তারা। তড়িঘড়ি এডিকে চিড়িয়াখানায় আসতে মানা করা হয়েছে। শিম্পাঞ্জি চিতার ভবিষ্যতের কথা ভেবেই এই কঠোর পদক্ষেপ নিয়েছেন তারা। দেখা গিয়েছে,মহিলার সঙ্গে বেশি সময় দেওয়ায় অন্য শিম্পাঞ্জিদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে চিতার। এমনকী চিতাকে এক ঘরে করে দিয়েছে বাকি শিম্পাঞ্জিরা। যা একসঙ্গে বেড়ে ওঠার পক্ষে খুবই ক্ষতিকর।


এ প্রসঙ্গে কী বলছেন মহিলা ? 
এদিকে চিড়িয়াখানা কতৃপক্ষের এই ব্যান মেনে নিতে পারছেন না এডি টিমারম্যান্স। এ প্রসঙ্গে এডি বলেন, ''আমি চিতাকে ভালোবাসি। ও আমায় ভালোবাসে। আমাদের মধ্যে আর কিছু নেই। কেন আমাকে ওর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ? আমি শুধু বলছি, আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল।'' পাল্টা এ নিয়ে মুখ খুলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, বেশিরভাগ সময় দর্শকদের সঙ্গে সময় দিত চিতা। যা ভালো চোখে নেয়নি অন্য শিম্পাঞ্জিরা। তাই তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে চিতাকে। এখন চিড়িয়াখানায় আলাদা বসে দর্শকদের সঙ্গে দেখা করে চিতা। এটা ওপর বেড়ে ওঠার পক্ষে মোটেই ভালো লক্ষণ নয়।