প্রদ্যুৎ সরকার, নদিয়া: ফের নৃশংসভাবে পশুহত্যার (Animal Killed) ঘটনা সামনে এল। এবার বিষ খাইয়ে ১৩টি কুকুরকে হত্যা (Dog Killed) করার মতো নিন্দনীয় ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) চাপড়ার বহিরগাছিতে। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। পাশাপাশি পশুপ্রেমী সংগঠনের সদস্যদের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাপড়ার বহিরগাছির বাসিন্দা পশুপ্রেমী সুচিত্রা বিশ্বাস। তিনি বাড়িতে কুকুর, বিড়াল সহ বিভিন্ন পশুদের দেখাশোনা ও লালন পালন করেন। বাড়িতে ছাড়াও পথ কুকুরদেরও দেখাশোনা করেন তিনি। তাঁদের নিয়মিত খেতে দেন। অভিযোগ উঠেছে, দিন দশেক আগে একটি পথ কুকুর তাঁর বাড়িতে সন্তান প্রসব করে। সেই সময় প্রতিবেশী বাড়ির একটি শিশু তাঁর বাড়িতে আসলে ওই কুকুরটি শিশুটিকে কামড়ে দেয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই শিশুর পরিবার সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের সঙ্গে কুকুরগুলিকে মারধরও করা হয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, শিশুর পরিবারের পক্ষ থেকে কুকুরগুলিকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বলে অভিযোগ উঠেছে। 


আরও পড়ুন - Nadia: মাদক মেশানো পানীয় খাইয়ে নাবালিকাকে 'ধর্ষণ' বন্ধুর বাবা-র | Bangla News


ওই ঘটনার পর রবিবার অভিযুক্ত ব্যক্তিরা মুরগির চামড়া ও নাড়িভুঁড়ির সঙ্গে বিষ (Poison) মিশিয়ে কুকুরগুলিকে (Dog) খেতে দেয় বলে অভিযোগ উঠেছে। এরপরই ১৩টি কুকুরের মৃত্যু হয়। এলাকার লোকেরা আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ১৩টি কুকুরের মৃতদেহ দেখতে পান। প্রতিবেশীরাই থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ। এছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে তারা। এমন নৃশংস আর মর্মান্তিক ঘটনায় এলাকার পশুপ্রেমী সংগঠনের সদস্যরা ব্যাপকভাবে সরব হয়েছেন। তাঁদের পক্ষ থেকে এমন ঘটনার নিন্দা প্রকাশ করা হয়েছে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।