কলকাতা: ফের শাসকের রোষে নাটক। সংস্কৃতির মঞ্চে ফের নীতি-পুলিশির অভিযোগ ক্ষমতাসীনের বিরুদ্ধে। কল্যাণীর পর এবার নবদ্বীপ। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটক মঞ্চস্থ করা নিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিরুদ্ধে। এবারও কাঠগড়ায় তৃণমূল (TMC)।


শাসকের রোষে নাটক: সোশাল মিডিয়া পোস্টে 'চাকদা নাট্যজন'-এর সম্পাদক সুমন পালের অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল। যা নিয়ে নিন্দার ঝড় সব মহলে। এবিষয়ে দেবেশ চট্টোপাধ্যায় বলেন, “তাদের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যারিকেড নাটকটায় আপত্তি। এটা নাকি একটা লাল নাটক। তাই এটা করা যাবে না। নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, "শাসক দলের সঙ্গে একটা সময় পর্যন্ত দেবেশ চট্টোপাধ্যায়ের ভাল সম্পর্ক ছিল। তার বাইরে দেবেশ অত্যন্ত একজন গুণী পরিচালক। যেহেতু চাকদা নাট্যজন প্রতিবাদী মঞ্চে নাটক মঞ্চস্থ করেছিল তাই রাগটা তাদের উপর পড়ছে। এভাবে তৃণমূল সরকার নিজেদের পতন নিজেরাই তরান্বিত করছে।''


আগামী ২৩ জানুয়ারি নবদ্বীপের রবীন্দ্র ভবনে ওই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। চাকদা নাট্যজনের সম্পাদকের অভিযোগ, মঙ্গলবার দুপুরে নবদ্বীপ পুরসভার তরফে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, অন্য নাটক করা যেতে পারে। 'ব্যারিকেড' নাটক মঞ্চস্থ করা যাবে না। সুমন পাল বলেন, “বারবার আঘাত নেমে আসছে। আমরা খুব বিব্রত এবং অশান্তিতে আছি। কোনওভাবে অশুভ শক্তি আমাদের এই থিয়েটারের উপরে নজরদারি চালাচ্ছে।’’


অভিযোগ অস্বীকার করে পুরসভার দাবি, কোনও অনুমতিই দেওয়া হয়নি। নিজেদের প্রচার চালানোর জন্য এসব করছে ওই নাট্যগোষ্ঠী। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, “আমি ব্যারিকেড নাটক সম্পর্কে জানি না। নাটকের নামই শুনিনি। নেগেটিভ প্রচার। অনুমতির চিঠি দেখান। কোনও অনুমতি দেওয়া হয়নি। অগাস্ট মাসে দরখাস্ত দিয়েছিল। ২৩ জানুয়ারি নিজেদের আমাদের অনুষ্ঠান আছে।’’

এর আগে গত ২ নভেম্বর, শহিদ মিনারে সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের মঞ্চে শিক্ষা দুর্নীতির প্রতিবাদে 'জগাখিচুড়ি' নামে একটি নাটক করে, চাকদা নাট্যজন। তার কয়েক ঘণ্টার মধ্যেই, কল্যাণী পুরসভার পক্ষ থেকে মেল করে ওই নাট্যগোষ্ঠীর ঋত্বিক সদনের বুকিং বাতিল করে দেওয়া হয়। নাট্যগোষ্ঠীর দাবি, নাট্যোৎসবের জন্য বুকিং ফি দিয়ে ৩ মাস আগে প্রেক্ষাগৃহ বুকিং করা হয়েছিল। সেই নাট্যোৎসবেও মঞ্চস্থ হওয়ার কথা ছিল উৎপল দত্তর 'ব্যারিকেড'।


আরও পড়ুন: Birbhum News: ভাইফোঁটার সকালে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু বোনের