প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: অশীতিপর মায়ের যাতে ঠিকঠাক দেখভাল হয়, সেজন্য বাড়িতে আয়া রেখেছিলেন ছেলে। কিন্তু সেই আয়ারই অত্যাচারের শিকার ৭২ বছরের বৃদ্ধা। নদিয়ার কৃষ্ণনগরের (Krishnanagar) এই ছবি দেখলে শিউরে উঠতে হয়।


আয়ার বিরুদ্ধে অভিযোগ: পরিবারের অভিযোগ, অত্যাচার, মারধরে অসুস্থ হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি বৃদ্ধা। আয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, ঘটনার পর থেকেই বাড়ি তালাবন্ধ করে পলাতক অভিযুক্ত।                                


বৃদ্ধার ছেলে দেবরাজ মণ্ডল কম্পিটার দোকানে কাজ করেন। মাকে দেখাশোনা করার জন্য আয়া রাখেন। বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়। সেই ক্যামেরা ছবি দেখে হতবাক ছেলে। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাড়হিম করা ছবি। বৃদ্ধার নাম করুণা রানি মণ্ডল। এই ঘটনা নদিয়ার কৃষ্ণনগর শহরে রায়পাড়াতে। অভিযোগ, ওই সিসিটিভি ক্য়ামেরায় দেখা যায় ৭২ বছরের অসুস্থ বৃদ্ধাকে তাঁর নিজের বাড়িতে, আয়া পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাথরুমে। থানায় অভিযোগ করল বৃদ্ধার ছেলে। বৃদ্ধার ছেলের অভিযোগ তাঁর মাকে প্রত্যেকদিন অত্যাচার করত আয়া। গত কয়েকদিন আগে আয়া কাজ ছেড়ে দেয়। তখন বৃদ্ধা আরও অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনবার স্ট্রোক হয়। অভিযোগ, বৃদ্ধাকে পা ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে যাওয়ার সময় মাথায় চোট লাগে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


বৃদ্ধার ছেলে জানিয়েছেন, "যিনি অত্যাচারিত হয়েছেন তিনি আমার মা। গত ২৪ তারিখে আয়া হঠাৎ কাজ ছেড়ে দেয়। আমার সন্দেহ হয়। মা কিছুতেই খাওয়াদাওয়া করছিল না। ফিরে এসে সিসিটিভি ফুটেজ দেখি। সেখানেই দেখতে পাই। ২০২০ সাল থেকে অসুস্থ। তিন বার স্ট্রোক হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি।''


চলতি মাসেই মালদার রতুয়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুখুরিয়ায় সালিশি সভা বসিয়ে যুগলকে হাত বেঁধে মারধরের অভিযোগ ওঠে। সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। গ্রেফতার করা হয়েছে, অভিযুক্ত তৃণমূলকর্মীকে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। অভিযুক্ত দলের কেউ নয়, দাবি তৃণমূলের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Shantanu Sen: IMA-র নির্বাচনে ফের প্রার্থী হওয়ার পথে শান্তনু সেন, সম্পাদক পদে মনোনয়ন পেশ