কলকাতা: পুজোয় (Durga Puja 2022) নাচে গানে মাতলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।  নদিয়ায় গিয়ে সোহাগ চাঁদ বদনি ধনী-র ছন্দে মাতলেন তিনি। রংবেরংয়ের আলো এবং একঝাঁক কচিকাঁচাদের সঙ্গে এদিন তিনি উৎসবে মাতলেন তৃণমূল সাংসদ। সেই ভিডিও টুইটারে আপলোডও করেছেন। 


 না এবার কোনও বিতর্কে নয়, উৎসবে মাতলেন মহুয়া মৈত্র। মহাপঞ্চমীর সন্ধেয়, নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরির কাঁঠালবেড়িয়ার মধ্যপাড়ার পুজোয় গিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ততক্ষণ এলাকায় ভিড। পুজো মণ্ডপে বাজছে সোহাগ চাঁদ বদনী ধনী। গানের তালে কোমর দোলান মহুয়া মৈত্র। এরপর সেই ভিডিও টুইটারে আপলোড করেছেন তিনি। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া।






প্রসঙ্গত, এর আগে একাধিক ইস্যুতে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি বিজেপির ওই নবান্ন অভিযান নিয়েও বিস্ফোরক ছিলেন মহুয়া।বিজেপির নবান্ন চলো কর্মসূচির অন্যতম ভরকেন্দ্র ছিল হাওড়ার সাঁতরাগাছি। সেখানে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ ও বিজেপি কর্মীরা। পুলিশ লক্ষ্য করে ইট ছোড়েন বিজেপি কর্মীরা। পাল্টা কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। অন্যদিকে, রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া ময়দান। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ছোড়ে। মিছিলে বাধা দিলে, রাস্তায় অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্রা পাল। তাঁদের সেখান থেকে আটক করে পুলিশ। বিজেপির নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ নিয়ে যোগী-মডেল মনে করালেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ ট্যুইট করেন, 'বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত? বিজেপি কি নিজেদের নীতিতে অনড় থাকবে? '  ট্যুইটে খোঁচা তৃণমূল সাংসদ।  


আরও পড়ুন,এসএসসি মামলায় চার্জশিটে মেলেনি সরকারি অনুমতি, দাবি সিবিআই-র


পয়গম্বর বিতর্কের পর উত্তরপ্রদেশে অশান্তির পর বুলডোজার চলেছিল কানপুর, সাহারানপুর, প্রয়াগরাজে । হিংসা ছড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তির বাড়িঘরের উপর বুলডোজার চালানোর ঘটনা ঘটে । তা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টও। সেই প্রসঙ্গ টেনেও বিজেপিকে আক্রমণ করেন মহুয়া। যদিও জবাব দিতে ছাড়েনি বিজেপিও। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, এখনও পর্যন্ত সরকারি সম্পত্তি ধ্বংসের প্রমাণ মেলেনি। আগে  মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুরের জন্য জরিমানা দিন। নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে প্রতিক্রিয়া দেন রাহুল সিন্হা।