সুজিত মণ্ডল, নদিয়া: রাম-আবেগে (Ram Mandir Inauguration) মাতোয়ারা লোকাল ট্রেনের যাত্রীরা। শিয়ালদামুখী (Sealdah) শান্তিপুর লোকালে ধরা পড়ল সেই ছবি। ট্রেনের কামরায় রাম মন্দিরের ছবি সেঁটে, ফুল দিয়ে সাজিয়ে, লাড্ডু ও গুজিয়া বিলি করছেন নিত্য যাত্রীদের একাংশ।   

  


লোকাল ট্রেনে মিষ্টিমুখ: এরাজ্য থেকে কয়েকশো মাইল দূরে উত্তরপ্রদেশের অযোধ্যা। কিন্তু আবেগের কাছে এই দূরত্ব তুচ্ছ। তাই রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা রয়েছে এরাজ্যেও। বিভিন্ন প্রান্তেই একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাদ গেল না লোকাল ট্রেনের কামড়াও। এদিন ডাউন  শান্তিপুর-শিয়ালদা ট্রেনের কামরা ফুল দিয়ে সাজানো হয়। অযোধ্যার রাম মন্দিরের ছবি সামনে রেখে লাড্ডু বিতরণ করতে করতে নিত্য ট্রেন যাত্রীরা রওনা দিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। এদিন শান্তিপুর, ফুলিয়া, হবিবপুর, রাণাঘাট সহ বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা ট্রেনে মধ্যেই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মেতে উঠলেন।                  


রাম মন্দির উদ্বোধন ঘিরে কলকাতার রাম মন্দিরও সেজে উঠেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই রাম মন্দির তৈরি হয় ১৯৪১ সালে। মন্দিরে ভক্তের ঢল নেমেছে। মন্দির সাজানো হয়েছে ফুল-মালায়। জয় শ্রীরাম লেখা পতাকায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে এদিন কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিলের আয়োজন করা হয়। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির। মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যায় এই শোভাযাত্রা। রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে খড়গপুরে বালাজি মন্দিরে প্রদীপ জ্বালালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ২৭ কেজি গাওয়া ঘি দিয়ে তিন ফুটের প্রদীপ জ্বালিয়ে শুরু হয় পুজো। পাশাপাশি এদিন দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলস যাত্রার আয়োজন করা হয়। গেরুয়া পতাকায় রামের ছবি, রাম-লক্ষ্মণ-সীতা সাজিয়ে, গদা নিয়ে, ব্যান্ড বাজিয়ে মিছিল। আয়োজক দমদম পার্কের রাম জন্মোৎসব কমিটি।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: South Bengal Weather: একধাক্কায় নামল পারদ, কনকনে ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ