সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার (Nadia News) কালীগঞ্জে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত পুলিশ (Bombs Hurled at Police)। কালীগঞ্জ থানার ওসি সহ আহত পাঁচ জন পুলিশ কর্মী। বোমা উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর তখম হন ওসি সৌরভ চট্টোপাধ্য়ায়। ওসি ছাড়াও চার পুলিশ কর্মী জখম হন (Police Injured)।


বোমা মজুত রয়েছে জানতে পেরে অভিযানে বেরোয় পুলিশ


পঞ্চায়েত নির্বাচনের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু দিন যত এ গিয়ে আসছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। পুলিশ সূত্রে খবর, বোমা উদ্ধার করতে বেরিয়েছিল পুলিশ। সেই সময় দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। তাতে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। তাতেই জখম হন ওসি-সহ পুলিশকর্মীরা।


ওই এলাকা দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কালীগঞ্জ থানার মীরাফাঁড়ির পুলিশের কাছে বোমা মজুত থাকার খবর মেলে। সেই মতো মোরাম্বির উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছলে দুষ্কৃতীদের তরফেই প্রথম হামলা হয়। পুলিশের গাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। 


আরও পড়ুন: Anubrata Mondal: চোখেমুখে বিরক্তি, শক্তিগড়ে লুচি-তরকারি খেলেন অনুব্রত, দোলের দিনই দিল্লির জন্য রওনা


এই পরিস্থিতিতে বেগতিক দেখে কালীগঞ্জ থানায় ফোন করে ওই পুলিশ বাহিনী। হামলার কথা জানায়। তাতে কালীগঞ্জ থানার ওসি সৌরভবাবুর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। কিন্তু তাতেও পিছু হটেনি দুষ্কৃতীদের দল। বরং পুলিশকে দেখে বোমা ছুড়তেই থাকে তারা। ওসি সৌরভবাবুর গাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। তাতে ওসি-সহ পাঁচ জন আক্রান্ত হন। 


গুরুতর আহত ওসি এবং এক পুলিশ কনস্টেবল


হামলায় গুরুতর জখম হয়েছেন ওসি এবং এক কনস্টেবল। আরও তিন জন আহত। তাঁদের মধ্যে ওসি এবং আহত কনস্টেবলকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু পুলিশের গাড়়ি লক্ষ্য করে বোমা ছোড়ার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 


স্থানীয়গের অভিযোগ, ওই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। তাতে সাধারণ মানুষ সারা ক্ষণ আতঙ্কেই থাকেন। পুলিশ এবং প্রশাসনের উপর ভরসা ছিল তাঁদের। কিন্তু পুলিশকে দেখেও ভয় পাচ্ছে না দুষ্কৃতীরা। বরং পুলিশের উপরও হামলা চালাচ্ছে তারা। এই যদি পরিস্থিতি হয়, পুলিশ আধিকারিককে লক্ষ্য করেই যদি বোমা ছোড়া হয়, তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়, প্রশ্ন স্থানীয়দের।