সুজিত মণ্ডল, নদিয়া: এবার অধ্যাপকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর কলেজে (Shantipur College) অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ, বচসা ছাত্র-ছাত্রীদের। বচসার জেরে ধস্তাধস্তি, অধ্যাপকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। পাল্টা তৃণমূল ছাত্র পরিষদের দাবি, ছাত্রীর শ্লীলতাহানি করেছেন অধ্যাপক, সেইজন্যই হাতাহাতি।
মাথা ফাটল অধ্যাপকের: শুক্রবার নদিয়ার শান্তিপুর কলেজের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। আক্রান্ত ইতিহাসের অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল। তাঁর অভিযোগ, সম্প্রতি কলেজের বাউন্ডারি নির্মাণের কাজ চলছিল। তিনি ওই কাজে দেখাশোনা করতেন প্রায়শই। তাঁর কাছে ছাত্রদের কয়েকজন এবং বহিরাগত কয়েকজনের পক্ষ থেকে মাঝেমধ্যেই হুমকি আসত তোলাবাজির টাকা চেয়ে। অভিযোগ, এমনকি বাড়িতে গিয়েও হুমকি পর্যন্ত দিয়ে আসা হয়েছে কাজের বরাত তাদের পাইয়ে দেওয়ার জন্য। এবিষয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ককে বিষয়টি জানান। অভিযোগ, কলেজে তিনি ঘরের মধ্যে বসেছিলেন, সেই সময় কয়কজন ছাত্র তাকে ডেকে এনে মারধর করে।
শান্তিপুর কলেজের প্রিন্সিপাল শুচিস্মিতা সান্যাল জানান, "বিষয়টি গভর্নিং বডির সভাপতি এবং থানায় জানিয়েছি।'' গভর্নিং বডি সভাপতি তথা বিধায়ক ব্রজ গোস্বামী বলেন, ছাত্রদের সাথে শিক্ষকের কী নিয়ে সমস্যা তা জানেন না। তবে পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক যদি অধ্যাপক দোষী হয়ে থাকে তাহলে তিনি শাস্তি পাক। আর যদি ছাত্ররা অপরাধ করে থাকে তারা শাস্তি পাবে।''
এই ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।