নদিয়া: তামান্না খুনের ৮১ দিন কেটে গেলেও এখনও দেওয়া হয়নি চার্জশিট। এদিন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি-র সঙ্গে দেখা করতে যান তামান্নার মা। কিন্তু, তাঁর সামনে এসপি অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সুপারের অফিসের সামনেই ধর্নায় বসেছেন তামান্নার মা ও বাবা।
আরও পড়ুন, ফের অশান্ত নেপাল, আজ সকালে জেলভাঙার চেষ্টা ৩০০ কয়েদির ! বাধ্য হয়ে 'গুলি' চালাল পুলিশ
বিজয়োল্লাসের বোমায় ছোট্ট তামান্নার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ঘটনায়, ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদেরকেই সাক্ষী করছে পুলিশ, বিস্ফোরক অভিযোগ করেছেন তামান্নার মা। ভোট-হিংসায় নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন শেখ সম্প্রতি বলেছিলেন, পুলিশে আমার সঙ্গে খেলছে, আমার মেয়ের মৃত্যু, রক্ত ওগুলো নিয়ে খেলছে পুলিশে। পেরিয়ে গেছে প্রায় দুটো মাস!কিন্তু মেয়ের খুনিদের সাজা চেয়ে এখনও ছুটে বেড়াচ্ছেন নদিয়ার কালীগঞ্জের ছোট্ট তামান্নার মা। ভাঙছে সন্তান হারা মায়ের ধৈর্যের বাঁধ। পুলিশি তদন্তে আর ভরসা না রাখতে পেরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তামান্নার মা। দাবি তুলছেন সিবিআই তদন্তের। গতমাসে নিহত তামান্না খাতুনের মা বলেছিলেন, কলকাতা হাইকোর্টে যাব। ওখানে সিবিআই তদন্ত চাইব। এখানে আমাদের পুলিশের ওপরে ভরসা নেই। পুলিশ আমাদেরকে এক বলছে, আর ওদের সঙ্গে আরেক কাজ করছে। ওইজন্য পুলিশের ওপর আর ভরসা নেই। আমরা সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে যাব।' সিপিএমের সদস্য কেন্দ্রীয় কমিটি সুজন চক্রবর্তী বলেন, সত্যিই তো, এত দিন অপেক্ষা করল পরিবার, পুলিশ কোনও বিচার দিতে পারল না? সিবিআই-এ আমরাও আস্থা রাখি না, কিন্তু মা তো, কী করবে! কালীগঞ্জে উপ নির্বাচনে জয়ী হয় তৃণমূল। ফল প্রকাশের দিন বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্নভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না।
নিহত তামান্না খাতুনের মা আরও বলেন, আমার মেয়েকে মেরেছে, যারা খুনি, ওদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য, পুলিশে নিয়ে যাচ্ছে ওদেরকে সাক্ষী, ওটা রাজনীতি হচ্ছে না? পুলিশ কী করছে? পুলিশ আমাকে এক বলছে, ওদেরকে এক বলছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সিবিআই চাইছে চাক। এর আগে তো অভয়া কেসেও প্রথমে সিবিআই চাওয়া হল। তারপর বলল সিবিআই পারছে না। এর আগে নোবেলও তো খুঁজে পায়নি সিবিআই।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)