প্রদ্যুৎ সরকার, পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, নদিয়া, তেহট্ট : পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর। প্রতিবেশীর দুই আত্মীয়কে মারধর, আহত ২ জনের মৃত্যু। মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে তুলকালাম। 

গতকাল বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির পড়ুয়া। আজ সকালে বাড়ির কাছেই পুকুরে ওই বালকের ত্রিপলে মোড়া দেহ ভাসতে দেখা যায়। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগে তাঁর বাড়িতে হামলা উত্তেজিত জনতার। ভাঙচুরের পাশাপাশি, চলে মারধর। এলাকায় ব্যাপক উত্তেজনা, পৌঁছেছে পুলিশ। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী দেওয়া হয়েছে নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এর সঙ্গে যুক্ত, কেন এই ঘটনা ঘটানো হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আশপাশে কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।

তবে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রচুর প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, আজ এলাকার তুলকালাম পরিস্থিতির খবর পেয়েও পুলিশ ঘটনাস্থলে পৌঁছোতে দেরি করেছে। গতকাল বাচ্চাটি নিখোঁজের পর তাকে ঠিকভাবে খোঁজা হয়নি বলেও অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। মৃত বালকের পরিবারের সঙ্গে অভিযুক্ত পরিবারের বিবাদ ছিল এবং তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। 

শুক্রবার বিকেল ৩টে নাগাদ খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এই বালক। বাড়ির কাছেই খেলতে গিয়েছিল সে। কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি। ঘণ্টা দুয়েক পরেও বাড়ি ফেরেনি সে। থানায় অভিযোগ জানায় বালকের পরিবার। আজ শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির কাছের পুকুর থেকে ত্রিপলে মোড়া অবস্থায় উদ্ধার হয়েছে বালকের দেহ। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন স্থানীয়রা। ক্ষোভে ফুঁসতে থাকে গোটা এলাকা। অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। বেধড়ক মারধর করা হয় অভিযুক্ত প্রতিবেশীর ২ আত্মীয়কে। গুরুতর ভাবে জখম হন তাঁরা। পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে উন্মত্ত জনতা যখন হামলা চালায়, তখন সেখানে ছিলেন তিনজন। তাঁদের মধ্যেই ২ জন স্থানীয়দের হাতে বেধড়ক মারধর খান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে এই ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

নিখোঁজ বালকের দেহ উদ্ধার, উত্তাল তেহট্টর নিশ্চিন্তপুর। পুকুর থেকে উদ্ধার নিখোঁজ বালকের ত্রিপলে মোড়া দেহ। খেলতে গিয়ে নিখোঁজ তৃতীয় শ্রেণির পড়ুয়া, অভিযোগ পরিবারের। খুন সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর উত্তেজিত জনতার। অভিযুক্তদের আত্মীয়ের সার-পাটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। গতকাল বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র। আজ সকালে অভিযুক্তের বাড়ির পাশে ডোবায় বালকের দেহ ভাসতে দেখা যায়। খুন সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর উত্তেজিত জনতার। ২ জনকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। চটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।

স্থানীয়দের হামলায় মৃত উৎপল ও তাঁর স্ত্রী, খবর পুলিশ সূত্রে। প্রতিবেশী দুই পরিবারের বিবাদের জেরেই এই ঘটনা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মারধরের জেরে মৃত্যু হয় অভিযুক্ত দম্পতি উৎপল ও তাঁর স্ত্রী। উৎপল টোটো চালাতেন, খবর স্থানীয় সূত্রে। এর আগেও শিশু অপহরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রতিবেশী দুই পরিবারের বিবাদের জেরেই এই ঘটনা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।