মুম্বই: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় তিনি । যাঁকে ব্যাট করতে দেখে স্বয়ং স্যর ডন ব্র্যাডম্যান চমকে উঠেছিলেন । বলেছিলেন, 'আরে, এই ছেলেটা তো আমার মতো ব্যাট করে ।'
সেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ক্রিকেটের সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষ, ক্রিকেটপ্রেমীরা নিজেদের গুরু হিসাবে দেখেন । ভারতীয় দলে খেলা খেলোয়াড়রাই শুধু নন, বরং দেশের প্রত্যেকটি উদীয়মান ক্রিকেটারই সচিন তেন্ডুলকরকে দেখে বড় হয়েছে এবং তাকে দেখেই ক্রিকেট শিখতে এসেছে । কিন্তু ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের (Teacher's Day) দিনে ক্রিকেটের ভগবান হিসাবে পরিচিত খেলোয়াড় সচিন তাঁর জীবনের তিন জন বড় গুরুর কথা বলেছেন । সচিন তেন্ডুলকর শিক্ষক দিবসে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন ।
সচিন তেন্ডুলকরের জীবনের ৩ জন গুরু
সচিন তেন্ডুলকর শিক্ষক দিবসে তিনটি বিশেষ ছবি শেয়ার করেছেন । এর মধ্যে প্রথম ছবিতে সচিন তাঁর বাবা রমেশ তেন্ডুলকরের সঙ্গে রয়েছেন । সচিন ও তাঁর বাবার সম্পর্কে অনেকবার বলেছেন যে, তাঁর বাবা খুব যত্ন নিতেন, শাসন করতেন । তবে তাঁর সঙ্গে কখনও কঠোর ছিলেন না । সচিন এও বলেছিলেন, 'বাবা তাঁর সময়ের চেয়ে এগিয়ে চিন্তাভাবনা করতেন, লক্ষ লক্ষ কারণের মধ্যে এটিও একটি কারণ যে জন্য আমি তাঁকে ভালবাসি ।'
সচিন তেন্ডুলকর দ্বিতীয় ছবি কোচ রমাকান্ত আচরেকর স্যরের সঙ্গে শেয়ার করেছেন এবং তৃতীয় ছবিতে সচিন তাঁর গুরু হিসাবে নিজের বড় ভাই অজিতকে দেখিয়েছেন । অজিতই প্রথম ব্যক্তি যিনি সচিনেের ভেতরের ক্রিকেটীয় প্রতিভা খুঁজে বের করেন এবং ১১ বছর বয়সী সচিন তেন্ডুলকরকে নিয়ে তিনি আচরেকর স্যরের কাছে নিয়ে গিয়েছিলেন । ভারতকে সচিন তেন্ডুলকরের মতো মহান খেলোয়াড় দেওয়ার জন্য গুরু রমাকান্ত আচরেকরকে দ্রোণাচার্য পুরস্কারও দেওয়া হয়েছে । তিনি ২০১০ সালে পদ্মশ্রী খেতাবও পেয়েছেন ।
কয়েকদিন আগেই মায়ের জন্মদিনেও সচিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই পোস্ট ভাইরাল হয়েছিল। সচিন ছবি পোস্ট করার পাশাপাশি একটি দারুণ বার্তাও দিয়েছিলেন । লিখেছিলেন, 'আমি তোমার গর্ভে জন্ম নিয়েছিলাম । সেই কারণেই আমি আমি হয়েছি । তুমি আমার কাছে আশীর্বাদ । তোমার জন্যই আমি উন্নতি করে গিয়েছি । তুমি শক্তিশালী । সেই কারণেই আমরা শক্তিশালী থেকেছি । মা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা । '