সুজিত মণ্ডল, নদিয়া: এবার নদিয়া থেকে তিন বাংলাদেশি নাগরিক গ্রেফতার। পাশাপাশি তিনজন ভারতীয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত দালালকেও গ্রেফতার করা হয়েছে।
নদিয়ার রানাঘাট পুলিশ জেলা এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশকারী তল্লাশিতে অভিযান অব্যাহত। বুধবারের পর ফের বৃহস্পতিবারও সীমান্ত লাগোয়া থানা এলাকাগুলিতে লাগাতার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় সীমান্ত লাগোয়া ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকায়। সেই অভিযানেই নতুন করে গ্রেফতারির সংখ্যা বাড়ায় পুলিশ। কীভাবে তারা এই দেশে প্রবেশ করল তা জানতে শুরু হয়েছে তদন্ত। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।
নদিয়া থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশের নাগরিক। আর, এই বাংলাদেশের নাগরিককে জাল নথি তৈরি, অবৈধভাবে এদেশে বসবাসে সাহায্য় করার অভিযোগে জড়িয়ে গেল তৃণমূলের নাম। নদিয়ার হরিণঘাটা থেকে এক তৃণমূল কর্মী সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস। তাঁর সঙ্গী, ধৃত সুব্রত দফাদারও তৃণমূল ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। ধৃত তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাসের দাবি, "মিথ্য়া অভিযোগ দিয়েছে। আমি কিছু বানাইনি। আমি দুয়ারে সরকারের ফর্ম ফিলআপ করছিলাম। তখন ওই ছেলেটাও ফর্ম ফিলআপ করতে এসেছিল।''
সম্প্রতি হরিণঘাটা মাধপুর এলাকার এক বাসিন্দা, হরিণঘাটা থানায় অভিযোগ করেন, তাঁর ঠিকানা ব্য়বহার করে বাংলাদেশের এক যুবক নদিয়ায় বসবাস করছেন। এই অভিযোগের ভিত্তিতে, প্রাঞ্জল মণ্ডল নামে এই বাংলাদেশি নাগরিককে হরিণঘাটার উত্তরপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি,ধৃত বাংলাদেশের যুবককে জিজ্ঞাসাবাদেই উঠে আসে, তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস ও তাঁর সঙ্গী সুব্রত দফাদারের নাম। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল কর্মী।
অন্য়দিকে, থেকেও গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশের নাগরিককে। যে বাড়িতে বাংলাদেশি নাগরিক আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির মালিককেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশের নাগরিক কী উদ্দেশ্য়ে ভারতে এসেছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: ছোঁ মেরে টাকা নিয়ে চম্পট, ব্যাঙ্কের ভিতরে ছিনতাইয়ের অভিযোগ কুলপিতে