আশাবুল হোসেন, কলকাতা: এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন হিডকোর চেয়ারম্যান। এবার হিডকোর কাজ সরাসরি দেখবে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা বিভাগ।
আর পুর ও নগরোন্নয় দফতরের অধীনে নয়, এবার থেকে রাজ্য সরকারের অন্যতম পরিকাঠামো উন্নয়ন সংস্থা HIDCO চলে এল মুখ্যমন্ত্রীর অধীনে। মুখ্যমন্ত্রীর অধীনে থাকা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আওতায় নিয়ে আসা হল HIDCO-কে। যার চেয়ারম্যান ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এখন থেকে হিডকোর কাজকর্ম সরাসরি দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই। রাজ্যে বাম সরকার ক্ষমতায় থাকাকালীন তৈরি হয়েছিল HIDCO. সেই সময় এই সংস্থা ছিল আবাসন দফতরের অধীনে। এর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেব। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, HIDCO-কে নিয়ে আসেন পুর ও নগোরন্নয়ন দফতরের অধীনে। তখন থেকেই টানা ১৪ বছর HIDCO-র চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। এবার গোটা সংস্থাই নিজের দফতরের অধীনে নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "নিশ্চয়ই ওঁর মাথায় কিছু প্ল্যান আছেন সেজন্য উনি করেছেন। নেওয়া দেওয়া সাইড করা এসব কোনও ব্যাপার নেই। আমার হাতে এখনও যা কাজ আছে যথেষ্ট আছে। দ্বিতীয়ত, আমি দলের অনুগত সৈনিক। দল যে কাজটাই আমাকে দেবে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটাই আমাকে দেবেন সেই কাজটাই আমি মাথা পেতে নেব। দলের প্রথম দিনের সৈনিক আমি।''
২০১৯ সালে দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০২২ সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। অক্ষয় তৃতীয়ার দিন যে মন্দিরের উদ্বোধন হতে চলেছে। হিসেব মতো, হিডকোর চেয়ারম্যান হিসেবে জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে রাখতেই হত ফিরহাদ হাকিমকে। আর এখানেই রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি বিজেপির হাতে নতুন 'অস্ত্র' তুলে দেওয়া রুখতেই আগেভাগে হিডকোকে নিজের অধীনে নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী? দিঘার জগন্নাথ মন্দির নিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এড়াতেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে কারণ, এর আগে তারকেশ্বর মন্দিরেরও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে সুর চড়িয়েছিল বিজেপি। পরে তাঁকে তারকেশ্বর মন্দিরেরও ট্রাস্টি বোর্ড থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dengue Case: শীতেও ডেঙ্গির চোখরাঙানি, ডিসেম্বরের শেষেও রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা