প্রদ্যোৎ সরকার, কালীগঞ্জ : ডাম্পারের ধাক্কায় মৃত্যু তিন বাইক আরোহী যুবকের। শনিবার রাতে কালীগঞ্জ থানার দেবগ্রামে ৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতরা হল- দেবগ্রামের বাসিন্দা আশিস সর্দার (২১) ও মিন্টু সর্দার (২৫), বহরমপুরের বাসিন্দা সুমিত হাজরা (১৮)।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই তিন যুবক একটি বাইকে চেপে কৃষ্ণনগরের দিকে আসছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দেবগ্রাম ফাঁড়ির পুলিশ তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। আজ দুপুরে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 


বাইক দুর্ঘটনা আগেও-


গত বছর অক্টোবর মাসে তথা একাদশীর রাতে ইছামতীতে প্রতিমা বিসর্জন দেখে ফেরার পথে, উত্তর ২৪ পরনগার স্বরূপনগরে বেপরোয়া গতির বলি হন বাইক আরোহী ৩ তরুণ। রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ১৮, ২০ ও ২৩ বছরের ৩ তরুণ বাদুড়িয়ার আটুরিয়ার বাসিন্দা। মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে।                    


পুলিশ জানিয়েছে, তিন জনের কারও মাথায় হেলমেট ছিল না। লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে যান তিন জন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজেশ দাস,  শুভঙ্কর দাস ও সহদেব দাস বসিরহাটের ইছামতি নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে যান। এরপর  রাত সাড়ে এগারোটা নাগাদ এক বাইকে তিনজনই ফিরছিলেন। ছিল না হেলমেট। পুলিশ সূত্রে খবর, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গোকুলপুর এলাকায় একটি ১১ হাজার ভোল্টের লাইট পোস্টে সজরে ধাক্কা মারে।  


স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,  'তিনজনের মাথায় কোনও হেলমেট ছিল না। তার উপরে গাড়ির গতিবেগ ছিল আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে লাইট পোস্টে ধাক্কা মারে, যার কারণে এই তিন যুবকের মৃত্যু হয়।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে