সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ইডির (Sandeshkhali ED Attack) উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২ (2 More Arrested In Sandeshkhali Incident)। ধৃতদের নাম আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে গ্রেফতার আলি হোসেন ঘরামি। ন্যাজাট থেকে গ্রেফতার সঞ্জয় মণ্ডল। ইডির উপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৪। তবে ওই ঘটনার ৯ দিন পর এখনও অধরা ইডির উপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান।
যা ঘটল...
গত কাল রাতে মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে গ্রেফতার করা হয় আলি হোসেন ঘরামিকে। ধৃত দ্বিতীয় জন অর্থাৎ সঞ্জয় মণ্ডলের বাড়ি সন্দেশখালির রামপুরে। তাঁকে গ্রেফতার করা হয়েছে ন্যাজাট থানা এলাকার বাগচিপাড়া বাজার থেকে। পুলিশ সূত্রে খবর, গত পরশু যে দু'জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই দু'জনের নাম পাওয়া গিয়েছে। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর শেখ শাহজাহান অনুগতরা হামলা চালায় বলে যে অভিযোগ উঠেছে, তাতে এঁরাও সামিল বলে দাবি। ধৃত ২ দু'জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। কিন্তু কোথায় শেখ শাহজাহান? এখনও কোনও হদিশ নেই তৃণমূল নেতার।
জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়েই 'আক্রান্ত' হন ইডি-আধিকারিকরা। তৃণমূল নেতার অনুগামীদের হামলার হাত থেকে বাদ যাননি কেন্দ্রীয় বাহিনীর সদস্য, এমনকী এবিপি আনন্দের সাংবাদিক-চিত্র সাংবাদিকও, রয়েছে সেই অভিযোগও। ন্যাজাট থানায় ইডির উপর হামলার অভিযোগ দায়ের হলে পুলিশ বলেছিল, ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদের গ্রেফতার করা হবে। কিন্তু ফুটেজে তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লাকে দেখা গেলেও তাঁকে গ্রেফতার করা যায়নি এখনও।
গ্রেফতারি...
দিনদুয়েক আগে সন্দেশখালিতে ইডির ওপর হামলায় ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ৭ দিন পর মেহবুর মোল্লা ও সুকমল সর্দার নামে ২ জনকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ২ জনকে। ঘটনাচক্রে, ওই দিনই আবার, ইডির তরফে অভিযোগকারী ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে আসেন বসিরহাটের ডিএসপি। প্রথম ও দ্বিতীয়বার ফিরে গিয়ে শুক্রবার তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে আসেন বসিরহাটের ডিএসপি। ইডির তরফে মামলায় লঘু ধারা প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। বয়ান রেকর্ডের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার কথা ছিল বলে সূত্রে খবর।
আরও পড়ুন:কেন না জানিয়ে হানা? তৃণমূল নেতার অনুগামীদের বিক্ষোভে এলাকা ছাড়া ইডি