নদিয়া, সুজিত মণ্ডলঃ ১০০ দিনের জব কার্ডের (Job Card) কাজের টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা (Fraud Case) করে ষাটোর্ধ্ব এক মহিলার ব্যাংক একাউন্ট থেকে ২ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে (TMC Worker)। বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট মেশিন এনে আঙুলের ছাপ নিয়ে ব্যাংকের টাকা তুলে নেওয়ার অভিযোগ। ১০০ দিনের কাজের জব কার্ডের টাকা পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট মেশিন বাড়িতে এনে কয়েক দফায় ২ লক্ষ  ১ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার সনাতনপুর আটি গ্রামে। প্রতারিত বৃদ্ধার নাম যশোদা দত্ত। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম অসিত বিশ্বাস।


জানা গিয়েছে, নদিয়ার হাঁসখালি থানার সনাতনপুর আটি গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। সোমবার নদীয়ার হাঁসখালী থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলা। অভিযোগ, যশোদা দত্তের একাউন্টে জব কার্ডের টাকা পাইয়ে দেবে এই সুযোগে বারবার বাড়িতে ফিঙ্গারপ্রিন্ট মেশিন এনে ১০ হাজার টাকা করে ২০ দফায় ২ লক্ষ টাকা তুলে নেন তৃণমূল কর্মী অসিত বিশ্বাস।গত ৮ জুন বগুলার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ওই মহিলা নিজের প্রয়োজনে ৭০ হাজার টাকা তুলতে গেলে ব্যাংক থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা নেই। তখনই তার বিষয়টি নজরে আসে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে। 


যদিও এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় বিজেপি নেতার দাবি, এর আগেও অসিত বিশ্বাস এই ধরনের প্রতারণার কাজ করেছে। সেই সময় স্থানীয় স্তরে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছিল। এটা তৃণমূলের নেতাদের চরিত্র। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, এই ধরনের কাজকে তারা সমর্থন করেন না আইন আইনের পথে চলবে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনার অভিযুক্ত তৃণমূল কর্মী এখনও গ্রেফতার হয়নি।