সুজিত মণ্ডল, কল্যাণী : নদিয়ার কল্যাণীতে চলল গুলি। গুলিবিদ্ধ অজয় মাহাতো নামে বছর তিরিশের যুবক। তাঁর বাড়ি কল্যাণী থানা এলাকার চরজাজিরা গ্রামে। গতকাল রাত সাড়ে ৯টা স্কুটারে চেপে যাচ্ছিলেন দুই যুবক। অজয় বসেছিলেন পিছনে, চালকের আসনে ছিলেন বিশ্বজিৎ মাহাতো নামে অপর যুবক। অভিযোগ, কল্যাণী সীমান্ত এলাকায় পিছন থেকে স্কুটার লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি অজয়ের পিঠে লেগে, স্কুটার চালকের বুকের বাঁ দিক ঘেঁষে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ যুবক কল্যাণী JNM হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি কল্যাণী থানার পুলিশ। 


মালদায় শ্যুট আউট-


এর আগে মালদার গাজলে শ্যুট আউটের (Malda Shoot Out) ঘটনা ঘটে। দুই কর্মচারীকে লক্ষ্য করে চলে গুলি। গুলিবিদ্ধ হন এক কর্মচারী। আহত আরও এক।


পুলিশ সূত্রে খবর, গাজলের একটি মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী। সেই সময় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাঁদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ যুবকের নাম চিন্ময় বারুই। ঘটনায় আহত হন প্রসেনজিৎ মোদি নামে আরও এক যুবক। তিনটি মোটর বাইক করে ছয় জন দুষ্কৃতী ৮১ নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়। এরপর মারধর করা হয়। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলি। যদিও ছিনতাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা।


হুগলিতে শ্যুটআউট-


তার আগের মাসে হুগলির (Hooghly) রিষড়ায় শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মুখ ঢাকা অবস্থায় বাড়ির কাছেই হামলা চালায়ে ৪ দুষ্কৃতী। আক্রান্ত নিজেও একটি খুনের মামলায় অভিযুক্ত। ওই যুবকের নাম দীপক জয়সওয়াল(২৫)। রিষড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড হেস্টিং মাঠের পিছনে সেগুন বাগান এলাকার ঘটনা বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, সন্ধেয় বাড়ির কাছেই ছিলেন দীপক। পুলিশ সূত্রে খবর, সেই সময় তিন থেকে চার জন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তাদের মুখ ঢাকা ছিল। আহত যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে SSKM হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশের ডিসি, এসিপি, রিষড়া থানার পুলিশ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, গুলিবিদ্ধ যুবক এর আগে একটি খুনের মামালায় অভিযুক্ত। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।