নয়া দিল্লি: এক মাসেরও বেশি সময় ধরে চলছে ভোটগ্রহণ পর্ব। সপ্তম দফার ভোটগ্রহণ ১ জুন। তার আগে জোরকদমে প্রচার সারছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজেও। তবে চব্বিশের লোকসভা নির্বাচনের হাইভোল্টেজ প্রচারের সমাপ্তির পর কন্যাকুমারী ছুটবেন মোদি। কোনও ভোটের কাজের জন্য নয়, 'মেডিটেশনের' জন্য।                                                                                          

সূত্রের খবর, ১ জুন কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানের জন্য সেখানে যাবেন মোদি। প্রায় ৩ দিন থাকবেনও। প্রসঙ্গত, আজ থেকে প্রায় ১২৫ বছর আগে কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরের সমুদ্র সাঁতরে স্বামীজি সেখানে পৌঁছেছিলেন। এখানেই সাধনা সিদ্ধিলাভ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই শিলাখণ্ড পরবর্তীকালে হয়ে উঠেছিল 'বিবেকানন্দ রক'।                                               

সাধারণ মানুষের বিশ্বাস গৌতম বুদ্ধের জীবনে সারনাথের যে গুরুত্ব, স্বামীজির জীবনে বিবেকানন্দ রক-এর সমান গুরুত্ব। এই পাথরের ওপর ৩ দিন ধ্যানমগ্ন থেকে স্বামীজি এক উন্নত ভারতের স্বপ্ন দেখেছিলেন। সেই একই স্থানে একই পাথরের ওপর ৩ দিন ধ্যানমগ্ন  হবেন মোদি। 

আরও পড়ুন, 'যখন ঘর ছাড়লাম তখন মাথায় ছিল শুধু মিশন আর স্বামীজি', রাজনীতিতে 'সাধুসন্ত' বিতর্কে এবিপি আনন্দে Exclusive মোদি

২০১৯ সালে প্রধানমন্ত্রী উত্তরখাণ্ডে যে গুহায় ধ্যানমগ্ন হয়েছিলেন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৭০০ ফুট উঁচুতে ছিল। হিমালয়ের বুকে সেই গুহা প্রধানমন্ত্রী ধ্যান করার পর জনপ্রিয়ও হয়েছিল। বিবেকানন্দর রক-এ এবার ঠিক তেমনভাবেই ধ্যানমগ্ন হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল হিন্দুদের একটি পবিত্র স্মারকস্থল ও পর্যটন কেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাই-এর কাছে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করছে। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু।

তথ্যসূত্র- IANS

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে