সুজিত মণ্ডল, নদিয়া : নদিয়ার (Nadia) রানাঘাটের (Ranaghat) থানারপাড়ায় তারস্বরে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায়, খোদ পুলিশকেই রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মত্ত ব্যক্তিদের (Drunk Miscreants) বিরুদ্ধে। গুরুতর জখম হন SI, ASI-সহ ৪ পুলিশ কর্মী। ঘটনায় ২ মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ (Ranaghat Police Station)।
অন্যায়ের প্রতিবাদ করে আক্রান্ত পুলিশই !
থানা থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশের ওপরই হামলার ঘটনা ঘটল। পুলিশ কর্মীদের রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল মত্ত ব্যক্তিদের বিরুদ্ধে। জখম হন SI, ASI-সহ ৪ পুলিশ (Police) কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা নাগাদ সরস্বতী প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে, তারস্বরে সাউন্ড বক্স বাজানো (Loud Music Playing) হচ্ছিল। থানার কাছ দিয়ে যাওয়ার সময়, নিষেধ করেন পুলিশ কর্মীরা।
গ্রেফতার একাধিক
অভিযোগ, তখনই মত্ত অবস্থায় থাকা কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে কিল, চড়, ঘুষি মারার পাশাপাশি, বাঁশ দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন SI আলতাফ হোসেন, ASI মীর রফিকুল আলম-সহ ৪ পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধাক্কাধাক্কির কথা মানলেও, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ধৃত একজনের বক্তব্য, জোরে ডিজে বাজাচ্ছিলাম। পুলিশ বারণ করে। আমাদের ভুল হয়েছে বলে কমিয়ে দিচ্ছিলাম, তবুও গন্ডগোল হয়। ধাক্কাধাক্কিতে আমি ও এক পুলিশ কর্মী পড়ে যান। তবে আমরা কাউকে মারিনি। ঘটনায় ২ মহিলা-সহ ৯ জনকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।
আগেও একাধিক অভিযোগ
এর আগে ১ ফেব্রুয়ারি বুধবার মালদার মানিকচকে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করায় এক ডেকরেটর ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ২৯ জানুয়ারি রবিবার, শব্দদানবের প্রতিবাদ করায় এক মহিলার পরিবারকে হুমকি দেওয়া ও জরিমানা করার অভিযোগ ওঠে পুরুলিয়ায়। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পুরুলিয়ায় ১৫ বছরের মেয়ের হার্টের অসুখের কথা জানিয়ে তাতে আপত্তি জানিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই দিন রাতেই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করেন কয়েকজন। জোরে সাউন্ডবক্স বাজানোতে আপত্তি করায় মহিলার পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। জরিমানা না দিলে পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন- আমফানের ২ বছর পরও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ, কুলতলিতে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা