EPFO Update: বাজেটের পরই বদলে গিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)থেকে টাকা তোলার নিয়ম। সম্প্রতি এই বদল করেছে কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩ সালের বাজেটে প্রভিডেন্ট ফান্ড থেকে প্রত্যাহারের বিষয়ে কর সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে। জেনে নিন, এরসঙ্গে সম্পর্কিত নতুন আপডেট।
New PF Withdrawal Rule: এখন TDS হবে ২০ শতাংশ
এখন আপনার PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে আপনাকে ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ হারে TDS দিতে হবে। যদি প্যান কার্ড আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে বা না থাকে, উভয় ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। EPFO সম্পর্কিত এই নতুন নিয়ম ১ এপ্রিল ২০২৩ থেকে সারা দেশে কার্যকর হবে। আপনি যদি ১ এপ্রিল ২০২৩ এর আগে EPFথেকে টাকা তোলেন সেই ক্ষেত্রে আপনাকে আগের মতো TDS দিতে হবে।
EPFO Update: ৫ বছর পর TDS প্রযোজ্য নয়
যদি কোনও অ্যাকাউন্ট হোল্ডার ৫ বছরের মধ্যে টাকা তোলেন, তবে তাকে টিডিএস দিতে হবে। একই সময়ে, ৫ বছর পরে টাকা তোলার উপর কোনও টিডিএস ধার্য করা হবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে জানিয়েছেন, টিডিএসের জন্য কমপক্ষে ১০,০০০ টাকার থ্রেশহোল্ড সীমাও সরিয়ে দেওয়া হয়েছে। যদিও লটারির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ, একটি আর্থিক বছরে মোট ১০ হাজার টাকা পর্যন্ত টিডিএস কাটা হবে না, তবে তার পরে কেউ টাকা তুললে এটি অবশ্যই প্রযোজ্য হবে।
EPFO Update: এর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক নজরে বুঝে নিন
1 যদি কারও প্যান কার্ড EPFO-র রেকর্ডে আপডেট না হয়, তাহলে তাকে ৩০ শতাংশ TDS দিতে হবে। কিন্তু এখন তা কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
2 যদি কোনও ব্যক্তি EPFO অ্যাকাউন্ট খোলার ৫ বছরের মধ্যে টাকা তোলেন, তাহলে তাকে TDS দিতে হবে।
3 আপনি যদি ৫০,০০০ টাকার বেশি টাকা তোলেন ( প্যান কার্ড থাকলে) আপানাকে ১০ শতাংশ টিডিএস দিতে হবে।
4 PAN না থাকলে এখন ২০ শতাংশ দিতে হবে।
তাই এবার থেকে EPFO মেম্বাররা টাকা তোলার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি। তাহলেই সুবিধাগুলি বুঝে নিতে পারবেন আপনি।
WhatsApp On LIC: হোয়াটসঅ্যাপে ঘরে বসেই করুন এলআইসির ১১টি কাজ, জেনে নিন কীভাবে