কলকাতা : কলকাতায় কোন পুজো কাকে দেবে টেক্কা, এই নিয়ে প্রতিবার প্রতিযোগিতা থাকেই। আর সারা বাংলার দর্শকের নজর থাকে কলকাতার দিকেই। কারণ মণ্ডপে, থিমে, প্রতিমার অবয়বে , সবেতেই অভিনবত্বের সাক্ষর রাখে কলকাতা। তবে এখন চমক দেওয়ার প্রচেষ্টায় পিছিয়ে নেই শহরতলি ও জেলা। ইদানিং শহরতলির পুজোগুলোতেও বিরাট প্রতিমা, বিরাট মণ্ডপের আকর্ষণ থাকছে। এবারই যেমন বিরাট উচ্চতার প্রতিমা করে তাক লাগিয়ে দিতে চেয়েছে নদিয়ার একটি ক্লাব। সেই নদিয়াতেই বিরাট প্রতিমা তৈরি নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হতেই পারে বিরাট প্রতিমা , আরও বড় হলেও তাঁর আপত্তি নেই , তবে সুরক্ষা সবার আগে। সে কারণেই সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নদিয়ার রানাঘাটের একটি ক্লাব ১১২ ফুটের দুর্গা প্রতিমা করতে চেয়েছিল। কিন্তু ওই প্রতিমা তৈরির অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টে চলছে মামলা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কয়েকবছর আগে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করে বঙ্গবাসীকে চমকে দিয়েছিল দেশপ্রিয় পার্ক। ভিড়ের চোটে পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ৮০ ফুটের দুর্গা দেখতে ভিড় উপচে পড়ে। এবার রানাঘাটের পুজো কমিটি চায় ১১২ ফুটের প্রতিমা তৈরি করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'দায়িত্বশীল হয়ে সবাই পুজো করুন, আমার কোনও আপত্তি নেই। এমন কিছু করবেন না, যাতে মানুষ পদপৃষ্ট হয়।' ১১২ ফুটের প্রতিমা তৈরির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, '১১২ ফুটের প্রতিমা করতে গিয়ে কেউ স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্ব কে নেবে? কেউ চাইলে ১১২ ফুট কেন ৪১২ ফুটও প্রতিমা করতে পারেন। কিন্তু তা দেখতে গিয়ে দুর্ঘটনা ঘটলে কী হবে?'
এই প্রসঙ্গে তিনি নাম না করে একহাত নেন বামপন্থী নেতা, আইনজীবী, প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বলেন, 'কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার করেন, যদি আমি প্রশ্ন করি আপনি মেয়র থাকাকালীন কলকাতায় জল জমত কেন চারদিন? আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন? কথায় কথায় কোর্ট। আমাদের পক্ষে কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু বিচারের রায় যেন নীরবে নিভৃতে না কাঁদে। এমন কোনও না হয়, যাতে মানুষ বিপদে না পড়ে।'
রানাঘাটের ক্লাবকে এই ১১২ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা করার অনুমতি দেয়নি পুলিশ। আদালতের দ্বারস্থ হয় পুজো কমিটি। এই নিয়ে মামলার শুনানি ছিল বুধবার। সেই মামলায় জেলাশাসককে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে বলে হাই কোর্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে