সুজিত মণ্ডল ও করুণাময় সিংহ, নদিয়া: বিজেপি-র (BJP) মধ্যে অনুশাসনের ঘাটতিতে দলে বাড়ছে তৃণমূলের (TMC) চর। বিস্ফোরক দাবি করলেন রানাঘাটের (Ranaghat News) বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। আগে নিজের দল সামলান সাংসদ, পাল্টা কটাক্ষ তৃণমূলের। অনুশাসনহীনদের বিরুদ্ধে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, দলীয় সাংসদের পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। 


বিজেপি-তে তৃণমূলের চর!


বিজেপি-র ভিতরেই রয়েছে তৃণমূলের চর! গেরুয়া শিবিরের অন্দরে রয়েছে অনুশাসনের ঘাটতি! কল্যাণী এইমসে দুই বিজেপি বিধায়কের আত্মীয়ের চাকরি পাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই বঙ্গ বিজেপির অস্বস্তি আরও বাড়ালেন সাংসদ জগন্নাথ সরকার।


শুক্রবার নদিয়া (Nadia News) দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের রাশ আলগা হওয়ার অভিযোগ করেন রানাঘাটের বিজেপি সাংসদ। তিনি বলেন, "দলের ভিতর তৃণমূলের চর রয়েছে। সোশাল মিডিয়ায় দলের কর্মীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনে পোস্ট করছেন। এটা দলের অনুশাসনের ঘাটতির জন্যই হচ্ছে, এদের শাস্তির ব্যবস্থা করা উচিত।"


আরও পড়ুন: North 24 Parganas : বিবাদ-ধস্তাধস্তির মাঝে মায়ের কোল থেকে পড়ে ৮ মাসের শিশুর মৃত্যু, উত্তপ্ত রাজারহাট


অনুশাসনহীনতা প্রসঙ্গে দলীয় সাংসদের পাশেই দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "অনুশাসনহীনতা বরদাস্ত করা হবে না, প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" 


ফাটল বাড়েছে বিজেপি-তে!


বিজেপি অন্দরের ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে বিরোধী শিবিরকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। নদিয়ার তৃণমূল কংগ্রেস জেলা মুখপাত্র বাণীকুমার রায় বলেন, "বিজেপি-তে কী চলছে, গোটা বাংলা তা দেখছে। নতুন করে  তৃণমূলকে দোষী করে লাভ নেই। তৃণমূলের এত দায় পড়েনি যে বিজেপি-তে ঢুকে এসব করবে। জগন্নাথ সরকার আগে নিজের দল সামলান।" এখন দেখার, দলের রাশ সামাল দিতে কী ব্যবস্থা নেয় বঙ্গ বিজেপি।