সমীরণ পাল, রাজারহাট (উত্তর ২৪ পরগনা) : দুই পরিবারের মধ্যে বিবাদ। আর সেই বিবাদ-ধস্তাধস্তি চলাকালীনই মায়ের কোল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ৮ মাসের ফুটফুটে এক শিশুর (Infant)। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজারহাটের রাইগাছিতে। শনিবার সকালে অভিযুক্তদের আটক করে নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে দুই পরিবারের মধ্যে বিবাদের সময়কার ভিডিও।


ঠিক কী ঘটেছে


স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে রাইগাছির দুই পরিবারের বিবাদ চরমে ওঠে। পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে বচসা, পরে তা থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেইসময় মায়ের কোলেই ছিল ৮ মাসের এই শিশুটি! অভিযোগ, ধস্তাধস্তির মধ্যে এক মহিলার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় শিশুটি। শুক্রবার রাতেই শিশুটিকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। 


ঘটনার পরই চরম উত্তেজনা


এরপরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ঘটনাস্থলে রাজারহাট থানার (Rajarhat Police Station) পুলিশ পৌঁছলে উত্তেজনা আরও বাড়ে। অভিযুক্ত মহিলা-সহ ৫ জনকে আটক করেছে পুলিশ (police)। আটক করার সময় অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয়রা। তাদের মারধরও করা হয়। শেষে অভিযুক্তদের থানায় নিয়ে যায় পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। 


এদিকে, O পজিটিভ ব্লাড গ্রুপের রোগী পেলেন B পজিটিভ রক্ত! আর B পজিটিভ ব্লাড গ্রুপের রোগীকে দেওয়া হল O পজিটিভ রক্ত! মারাত্মক অভিযোগ বীরভূমের (Bibhum) রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। লিখিত অভিযোগ দায়ের করেছে দুই রোগীর পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার। 


আরও পড়ুন- সরকারি হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে রোগীর রক্ত অদল-বদল! মারাত্মক অভিযোগ রামপুরহাটে