সুজিত মন্ডল, নদিয়া: ভর সন্ধ্যায় রানাঘাটে (Ranaghat Double Murder) জোড়া খুন। ব্যবসায়ী ও তাঁর গাড়ির চালককে কুপিয়ে খুন। নির্মীয়মাণ বাড়িতে ২জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। নিহত ২জনের মাথা-মুখে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে বলে সূত্রের খবর। দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল? তদন্তে রানাঘাট থানার পুলিশ।


নিহত সুমন চক্রবর্তী পেশায় ব্যবসায়ী- বছর চল্লিশ বয়স। আততায়ীদের হাতে নিহত ব্যবসায়ীর গাড়ির চালক রূপক দাস, তাঁর বয়স বছর ৩৪। দুজনের বাড়ি রানাঘাট পুর এলাকায়। সূত্রের খবর, সকাল ১১টায় বেরোন দুজনেই।  তারপর বাড়ির লোক খবর পান রানাঘাট এলাকায় আলোলিয়া অঞ্চলে এক নির্মীয়মান বাড়িতে ২জনের দেহ পড়ে রয়েছে বলে খবর পান বাড়ির লোক (Crime News)।


আত্মীয় মেঘনাদ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের দুপুরে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।  কে বা কারা ফোন করেছিল। কেন বেরিয়ে গিয়েছিল। কেউ জানে না। পরে তাঁরা খবর পান যে একটি দুর্ঘটনা ঘটেছে।


নিহতদের কোনও রাজনৈতিক পরিচয় রাত পর্যন্ত পাওয়া যায়নি। কেন এই হত্যাকাণ্ড, সেটার কারণেও এখন ধোঁয়াশা রয়েছে। গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ