কলকাতা: সর্বভারতীয় ক্লাব ফুটবল মরশুমের ঢাকে কাঠি পড়ছে শনিবার, ২৭ জুলাই। সেদিন ১৩৩তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের (Durand Cup 2024) উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) মুখোমুখি হবে কাশ্মীরের ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে।
এ বছর ডুরান্ড কাপে ২৪টি দল অংশ নিচ্ছে। এদের মধ্যে ইন্ডিয়ান সুপার লিগ (ISL), আই লিগ, সেনা বাহিনীর আমন্ত্রিত দলগুলি ছাড়াও গতবারেও খেলে যাওয়া একাধিক আন্তর্জাতিক দল, যেমন নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং বাংলাদেশের আর্মি ফুটবল টিম অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগ এবং নক আউট ফর্ম্যাটের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৩১ অগাস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
গতবারের মতো এবারও কলকাতার দুই প্রধানকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। গতবার এই দুই দলই ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং মোহনবাগান ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি ছাড়াও ওই গ্রুপে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ও ডাউনটাউন হিরোজ এফসি।
আইএসএলে নামার আগে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টই কলকাতার দুই প্রধানের কাছে প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানেই দলবল নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সেরে নেবেন দুই দলের কোচ-ফুটবলাররা। কোন ফুটবলার কী অবস্থায় রয়েছেন, যাঁরা নতুন এলেন তাঁরা ঠিক কী রকম পারফরম্যান্স দিতে পারবেন, তার ইঙ্গিতও পাওয়া যাবে এই টুর্নামেন্টে। দুই দলের সমর্থকেরাও সে দিকেই তাকিয়ে থাকবে।
ডার্বিতে পূর্ণশক্তির মোহনবাগান?
গতবারের ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট এ বার একটু দেরিতেই তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু করছে। ক্লাবের ঘোষণা অনুযায়ী, তাদের নবনিযুক্ত স্প্যানিশ কোচ হোসে মোলিনা তাঁর সিনিয়র দল নিয়ে প্রস্তুতি শুরু করবেন ২৯ জুলাই। কিন্তু ততদিনে ডুরান্ড কাপে তাদের একটি ম্যাচ খেলা হয়ে যাবে।
ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় ম্যাচ ৮ অগাস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। সেই ম্যাচের আগেও মোলিনা তাঁর দলকে ম্যাচ খেলানোর মতো অবস্থায় আনতে পারবেন কি না, সেটাই প্রশ্ন। তবে ১৮ অগাস্ট কলকাতা ডার্বির আগে হয়তো সবুজ-মেরুন বাহিনী অনেকটাই তৈরি হয়ে যাবে এবং সেই ম্যাচে হয়তো তিনি সেরা দলই নামাবেন।
প্রথম দুই ম্যাচে সম্ভবত দ্বিতীয় সারির দল নামাবে মোহনবাগান, ইঙ্গিত সে রকমই। সম্প্রতি কলকাতা ফুটবল লিগে খুব একটা ভাল ফর্মে নেই তাদের দ্বিতীয় সারির দল। পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা। তিনটিতে ড্র করেছে ও ডার্বিতে হেরেছে। ফলে লিগ তালিকায় গ্রুপের সাত নম্বরে রয়েছে তারা। এই দলের সঙ্গেই কয়েকজন সিনিয়র ফুটবলারকে জুড়ে দিয়ে হয়তো ডুরান্ড কাপের প্রথম দুই ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়নরা। কলকাতা ডার্বিতে হয়তো তাদের সেরা দলকে মাঠে দেখা যাবে।
গত আইএসএলে শিল্ডজয়ের সুবাদে এ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান এসজি। এশিয়ার অন্যতম সেরা ক্লাব লিগের কথা মাথায় রেখে এ বার তারা শক্তিশালী দল গড়েছে।
এ মরশুমে তাদের চার নতুন বিদেশি আসছেন। অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জুটি দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংসের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার আর এক নামী ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন এবং স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রড্রিগেজকে সই করিয়েছে তারা। ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব বানডুঙ্গ থেকে আসছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোর থেকে অভিজ্ঞ স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডও যোগ দিচ্ছেন মোহনবাগান শিবিরে। ডুরান্ড কাপের বড় ম্যাচে বা নক আউট পর্বে তারা উঠলে এঁদের পারফরম্যান্স দেখা যেতে পারে।
দেশীয় ফুটবলারদের মধ্যে মনবীর সিংহ, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, শুভাশিস বসু, আশিস রাই, সহাল আব্দুল সামাদরা মোহনবাগানেই রয়েছেন। চোট সারিয়ে এ মরশুমে ফিরছেন আশিক কুরুনিয়ানও। দুই তরুণ ডিফেন্ডার দীপ্পেন্দু বিশ্বাস ও অভিষেক সূর্যবংশীর চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ভাল ও ভারসাম্যযুক্ত দলই গড়েছে মোহনবাগান। এই দল খেললে ডুরান্ড কাপে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।
প্রস্তুতিতে এগিয়ে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল অবশ্য তাদের প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই। কলকাতা লিগেও গ্রুপের শীর্ষে রয়েছে তাদের দল। ফলে তাদের স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত ইচ্ছে করলে ডুরান্ড কাপে তাঁর সিনিয়র দল নামিয়ে দেখেও নিতে পারেন। অবশ্য ডুরান্ড কাপের মধ্যে ১৪ অগাস্ট তারা নামবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর বাছাই পর্বের প্লে অফে। বিপক্ষে তুর্কমেনিস্তানের এফসি আল্টিন আসির। সেই ম্যাচে যাতে পুরো দল খেলাতে পারেন, সে জন্যই কুয়াদ্রাত অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে চোট আঘাত এড়াতে তার আগে পুরো শক্তির দল মাঠে নামাবেন কি না, সেটাই দেখার।
এ বার এক ঝাঁক নতুন ফুটবলারকে সই করিয়েছে লাল-হলুদ বাহিনী। বিদেশিদের মধ্যে পাঞ্জাব এফসি থেকে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল ও গত আইএসএলে গোল্ডেন বুটজয়ী গ্রিক ফরওয়ার্ড দিমিত্রি দিয়ামান্তাকসকে কেরল ব্লাস্টার্স এফসি থেকে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল এফসি। জর্ডনিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের, ব্রাজিলীয় ফরওয়ার্ড ক্লেটন সিলভা ও স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোর চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। আরও এক বিদেশির অপেক্ষায় রয়েছে তারা।
চেন্নাইয়িন এফসি থেকে গোলকিপার দেবজিৎ মজুমদার, জামশেদপুর এফসি থেকে ডিফেন্ডার প্রভাত লাকরা, কেরালা ব্লাস্টার্স থেকে ডিফেন্ডার নিশু কুমার, হায়দরাবাদ এফসি থেকে তরুণ মিডফিল্ডার ও ডিফেন্ডার মার্ক জোথানপুইয়া, মহমেডান এসসি থেকে তরুণ ফরোয়ার্ড ডেভিড লালনসাঙ্গা লাল-হলুদ বাহিনিতে যোগ দিয়েছেন। এ ছাড়া ভারতীয় ডিফেন্ডার মহম্মদ রকিপকেও দলে রেখে দিয়েছে লাল-হলুদ বাহিনী। তাদেরও দল খুব একটা খারাপ হবে না। তবে সম্প্রতি প্রস্তুতি ম্যাচে চোট লাগায় ডিফেন্ডার হিজাজি মাহের ও উইঙ্গার নন্দকুমার শেকরকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাঁরা চোট সারিয়ে কবে মাঠে নামতে পারবেন, সেটাই দেখার।
অঘটন ঘটাতে পারে এয়ারফোর্স
গ্রুপের অপর দল ডাউনটাউন হিরোজ এই টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপে অংশ নিচ্ছে। ২০২০-তে শুরু হওয়া জম্মু-কাশ্মীরের এই ক্লাব মূলত তরুণ ফুটবলারদের নিয়ে তৈরি। ২০২২-২৩-এর আই লিগ দ্বিতীয় ডিভিশনেও খেলেছিল তারা। কিন্তু চূড়ান্ত পর্বে পৌঁছতে পারেনি। ডাউনটাউন হিরোজও গতবার একটিও ম্যাচে জিততে পারেনি। তারাও ডি গ্রুপের একেবারে নীচে ছিল। সেনাবাহিনীর দল ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিবারেই ডুরান্ড কাপে খেলে। গতবার তারা গোকুলম কেরালা, বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সি গ্রুপে ছিল। একটি ম্যাচে ড্র করে গ্রুপের শেষ দল হিসেবে অভিযান শেষ করে। তবে যেহেতি সেনা ফুটবলাররা খেলেন এই দলে এবং তাদের কিছু হারানোর নেই, তাই যে কোনও ম্যাচে বড় দলকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিতে পারে তারা।
ডুরান্ড কাপ গ্রুপ এ-র পূর্ণাঙ্গ সূচি:
২৭ জুলাই- মোহনবাগান এসজি বনাম ডাউনটাউন হিরোজ (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৬.০০)
২৯ জুলাই- ইস্টবেঙ্গল এফসি বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.০০)
২ অগাস্ট- ইন্ডিয়ান এয়ারফোর্স বনাম ডাউনটাউন হিরোজ (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.০০)
৭ অগাস্ট- ইস্টবেঙ্গল এফসি বনাম ডাউনটাউন হিরোজ (কিশোরভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.০০)
৮ অগাস্ট- মোহনবাগান এসজি বনাম ইন্ডিয়ান এয়ারফোর্স (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, বিকেল ৪.০০)
১৮ অগাস্ট- মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.০০)
(তথ্যসূত্র - আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: মরক্কোর বিরুদ্ধে ২ ঘণ্টা পরে গোল বাতিল! ফিফায় নালিশ করল আর্জেন্তিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।