কলকাতা : ৯ অগাস্ট থেকে ২৫ সেপ্টেম্বর। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর ৪৮ দিন পার।
কবে ধরা পড়বে এই নারকীয় কাণ্ডের দোষীরা? এই প্রশ্ন তুলে বারবার পথে নেমেছে নাগরিক সমাজ। বেহালা থেকে
গড়িয়াহাট , রাসবিহারী মোড় থেকে ঢাকুরিয়া, ভিক্টোরিয়া থেকে যাদবপুর , সর্বত্র বিক্ষোভ মুখরিত। দ্রুত বিচারের দাবিতে গর্জে উঠেছেন শিল্পী থেকে সাধারণ মানুষ। কিন্তু মিছিলে পা মিলিয়ে যে এভাবে রুজিরুটি নষ্ট হবে ভাবেননি এঁরা।
রানাঘাট পুরসভার ২ অস্থায়ী কর্মী দীপায়ন গোস্বামী এবং দেবব্রত ঘোষ। দুজনেই রানাঘাটের বাসিন্দা। গত মাসের ২৮ তারিখে গোটা রাজ্যের সঙ্গে আরজিকর কান্ডের প্রতিবাদে পা মিলিয়েছিলেন । অভিযোগ, এর পরের দিন রানাঘাট পৌরসভায় কাজে যোগ দিতে গেলে তাঁদের আটকানো হয় । পুজোর মুখে কাজ হারিয়ে এখন আর্থিক অনটনে দুই পৌর কর্মী।
কিন্তু একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, ওই দুই ব্যক্তির দায়িত্বে সাত নম্বর ওয়ার্ডে নিকাশী নালা পরিষ্কার করা হয় না। এই নিয়ে নাকি পৌর কর্মী ও স্থানীয় কাউন্সিলর কামনাশিস চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান স্থানীয়রা। কাউন্সিলর এবং পৌরকর্মীদের উদ্যোগে এলাকার নিকাশী নালা সংস্কারের কাজে তারা নিজেরাই হাত লাগান। ড্রেনে নেমে কাউন্সিলর ড্রেন পরিষ্কার করেন।
কাজ হারানোর ঘটনার বিবরণ জানিয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক বিজেপির পার্থ সারথি চট্টোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ করেন ওই দুই পৌরকর্মী। এই ঘটনায় রাণাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান, 'তাঁরা কাজে ফাঁকি দেয় তাই ওই দপ্তর থেকে তাদের বসিয়ে দিয়েছে। অভয়ার আন্দোলনের আমরাও পথে নেমেছি। এটা নিয়ে রাজনীতি হচ্ছে।
এ ধরনের আরও একটি ঘটনার অভিযোগ উঠেছে প্রিন্সেপ স্ট্রিটের CESC অফিসে। সেখানে কর্মরত শুভজিৎ দত্ত অভিযোগ করেন, সোমবার তিনি অফিসে গেলে, তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। আর জি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে তিনি কেন হেঁটেছেন, এই প্রশ্ন তুলে, তৃণমূল পরিচালিত কর্মচারী ইউনিয়ন তাঁকে আটকায় বলে অভিযোগ। এক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত ইউনিয়ন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর, বউবাজার থানার দ্বারস্থ হন শুভজিৎ। এরপর পুলিশ এসে তাঁকে অফিসে নিয়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক