গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যা পরিস্থিতি। বৃষ্টি কমলেও, কমেনি জলযন্ত্রণা। তার মধ্যেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এদিকে, আবারও নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। যার জেরে গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে জেলাজুড়ে। রাতভর নাগাড়ে বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। চলছে নাগাড়ে বৃষ্টি। 


সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। আজ ও কাল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধা পেতে হচ্ছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।


আরও পড়ুন, কালীপুজোর দিনে রাজযোগের শুরু, লক্ষ্মীদেবীর নজরে ধনতেরসেই ধনলাভ, রাশিচক্রে বাম্পার সময়


ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবারও পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিতে বাড়বে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৬ জেলায়।                                                                  


এদিকে বর্ষা বিদায়ের আগেই জোড়া ঘূর্ণাবর্ত দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে আজ। তার জেরে পুজোর আগে বাংলায় ফের ভারী বৃষ্টির আশঙ্কা। একদিকে পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছে। আরেক দিকে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ।                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে