সুজিত মণ্ডল, নদিয়া: বাইকের সঙ্গে বাইকের সংঘর্ষ। দুর্ঘটনায় আহত ৬। গতকাল রাতে ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার হরিপুর রামনগরপাড়া এলাকায়। পূর্ব বর্ধমানের কালনা থেকে সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন একই পরিবারের চারজন সহ অন্য দুই বাইক আরোহী।
নদিয়ায় পথ দুর্ঘটনা: গতকাল রাত কালনা থেকে বাইকে করে পরিবার সহ ঠাকুর দেখে ফিরছিলেন শান্তিপুর থানার পঞ্চাননতলা পাড়া এলাকার বাসিন্দা সমীর দত্ত। অভিযোগ, মোটরবাইকে করে আসার সময় দ্রুতগতির দুটি মোটরবাইক তাঁদেরকে পিছন থেকে ধাক্কা মারে। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে। স্থানীয়রাই আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে দুই বাইক আরোহীকে রাতেই কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় দ্রুতগতির বাইকটি ছিটকে পড়ে দুমড়ে যায়।
দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে জয়নগর যাওয়ার পথে উল্টে যায় পিকআপ ভ্যান। তাতে ৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিন জন গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। বিকেল সাড়ে ৩টে থেকে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর কলকাতাগামী রাস্তায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। বস্তাভর্তি এই পিকআপ ভ্যানটি জয়নগর যাচ্ছিল। হঠাৎ করে সেতুর বাঁকে ভ্যানটি উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত তিন যাত্রীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার আগে বেহালার সরশুনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রায়দিঘির কাছে লরির ধাক্কায় মৃত্য়ু হয় এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্কুটারে স্বামীর পিছনে বসে যাচ্ছিলেন তিনি। আচমকা ভারসাম্য় হারিয়ে রাস্তার একদিকে পড়ে যান মহিলার স্বামী। ছিটকে গিয়ে পড়েন স্ত্রীও। সেই সময় তাঁর মাথার ওপর দিয়ে চলে যায় লরির চাকা। সীমা দাস নামে মৃত ওই মহিলার বয়স ৪৪। ওই সিভিক ভলান্টিয়ারকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে, মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: Bhangar Clash: ভিডিও ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত, ভাঙড়কাণ্ডে গ্রেফতার আরও ৩ ISF কর্মী