প্রদ্যোৎ সরকার, নদিয়া:  নদিয়ায়  (Nadia) মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। মৃত্যু হল ১৭ জনের। আহত আরও বেশ কয়েকজন। জানা গেছে, নদিয়ার হাঁসখালিতে (Hanskhali) দুর্ঘটনার কবলে পড়ে একটি শববাহী গাড়ি। পাথর বোঝাই লরিতে ধাক্কা মারায় ৬ মহিলা, এক শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন।


স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সত্কার করতে লরিতে করে নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন আত্মীয়-পরিজনেরা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের।


দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও এসে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনায় জখমদের হাসপাতালে পাঠানো হয়।  এমন ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


উল্লেখ্য, গতকালই চলন্ত বাস (Bus) থেকে নামতে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে এক  যাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটে সল্টলেক সেক্টর ফাইভে । মৃতের নাম মহম্মদ জিশান খান। পুলিশ সূত্রে খবর, বিহারের (Bihar) বাসিন্দা ২১ বছরের তরুণ চিকিত্সার জন্য গতকালই কলকাতায় (Kolkata) আসেন। সকাল সাড়ে ৯টা নাগাদ বেনফিস মোড়ের) কাছে নিউটাউন-সাঁতরাগাছি (Newtown-Santragachhi) রুটের বেসরকারি বাস (Private Bus) থেকে নামতে গিয়ে, পড়ে যান ওই যাত্রী। বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাসের চালককে আটক করেছে পুলিশ।


দক্ষিণ ২৪ পরগনাতেও একটি দুর্ঘটনা ঘটেছিল। বাড়ি ফেরার পথে গাছে ধাক্কা বাইকের। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিন যুবকের। মৃত তিনজনই কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকার চক কাছারিপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, মৃত তিনজনই পেশায় দর্জি। বৃহস্পতিবার জুমাই নস্কর হাট থেকে সুতো কিনে বাইকে চড়ে ফিরছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কারও হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।