সুজিত মণ্ডল, ফুলিয়া (নদিয়া ) : দিন দুয়েক আগেই নদিয়ার হাঁসখালিতে (Hanskhali) দুর্ঘটনার কবলে পড়েছিল একটি শববাহী গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৮ জনের। আজ ফের নদিয়ায় দুর্ঘটনা ঘটে। শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সঞ্জয় বিশ্বাস(১৭)। বাড়ি শান্তিপুর থানার গবারচর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, আজ বিকালে একটি লরি কলকাতার দিক থেকে কৃষ্ণনগরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় ফুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একটি প্যাডেল ভ্যান, একটি মোটরভ্যান এবং দুটি মোটর বাইককে ধাক্কা মারে। মুদিখানার দ্রব্য সহ প্যাডেল ভ্যানটি ভেঙে চুরমার হয়ে যায়। মোটরভ্যানটি প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পাশের গর্তে পড়ে। ভেঙে যায় মোটরবাইক দুটি।
এরপর স্থানীয়রা তড়িঘড়ি আঘাতপ্রাপ্ত ৫ জনকে গ্যাস ডেলিভারির একটি গাড়িতে তুলে হাসপাতালে পাঠান। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন ৷ চার জনকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই লরি ও দুর্ঘটনা কবলিত মোটরবাইক পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আহতদের দেখতে শান্তিপুর হাসপাতালেও যান। পুলিশ লরি চালককে আটক করেছে।
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই নদিয়ার হাঁসখালিতে (Hanskhali) দুর্ঘটনার কবলে পড়ে একটি শববাহী গাড়ি। পাথর বোঝাই লরিতে ধাক্কা মারায় ৬ মহিলা, এক শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েকজন।
স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বাগদার পারমদনপুর এলাকার এক বৃদ্ধার মৃতদেহ সত্কার করতে লরিতে করে নবদ্বীপের শ্মশানে যাচ্ছিলেন আত্মীয়-পরিজনেরা। রাত দেড়টা নাগাদ ফুলবাড়ির কাছে হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে শববাহী গাড়ি। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। ঘন কুয়াশা ছিল, চালকেরও ভুল থাকতে পারে বলে অনুমান করেন স্থানীয়রা। দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও এসে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনায় জখমদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।