প্রদ্যোৎ সরকার, নদিয়া : বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালানোর অভিযোগ উঠল বাইক আরোহীর বিরুদ্ধে। নদিয়ার (Nadia) কালীগঞ্জের ঘটনার ছবি ভাইরাল হয়েছে। গুরুতর জখম অবস্থায় প্রতিবাদী ভর্তি রয়েছেন এনআরএস হাসপাতালে (NRS Hospital)। ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।


ভিড়ের মধ্যে শূন্যে গুলি ছুড়ছে এক যুবক। শুধু তাই নয়, একেবারে মারমুখী মেজাজে বাঁশ, লাঠি নিয়ে একপক্ষ তেড়ে যাচ্ছে  অপর পক্ষের দিকে। তার মধ্যে আতঙ্কে ছোটাছুটি করছেন এলাকায় উপস্থিত লোকজন। নদিয়ার কালীগঞ্জের পালিতবেড়িয়া গ্রামের ঘটনার ভিডিও ইতিমধ্যেই হয়েছে ভাইরাল।


স্থানীয় বাসিন্দাদের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় গুলি চালায় বাইক আরোহী। এই ঘটনার পর থেকে ফের একবার প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা নিয়ে। প্রশ্ন উঠছে, মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে ? কীভাবেই বা বেআইনি অস্ত্র পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের হাতে ?


গত শনিবার ঘড়ির কাঁটায় তখন বিকেল ৫টা, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশের গ্রামের এক যুবককে বেপোরোয়া গতিতে বাইক চালিয়ে যেতে দেখে প্রতিবাদ করেন আশাদুল শেখ নামে এক ব্যক্তি। তখনকার মতো বাইক আরোহী সেখান থেকে চলে গেলেও, স্থানীয়দের অভিযোগ, পরে দলবল নিয়ে চড়াও হয় অভিযুক্ত। আর তখনই প্রতিবাদী আশাদুলকে লক্ষ্য করে গুলি চালায়। বছর ৪০-এর আশাদুল শেখের বুকে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতার এনআরএস হাসপাতালে।


আহত যুবক আশাদুল শেখের দাদা ওসমান গনি শেখ বলেছেন, 'আমাদের বিল আছে ওদিকে, ওদিকে ঘুরতে যায়। ওই ছেলেটার নাম আমরা জানি না। জোরে বাইক চালিয়ে যাচ্ছিল বলে, বারণ করেছে তাই মারপিট করেছে। বাড়ি থেকে মেশিন এনে গুলি করেছে। ডান দিকে বুকে গুলি লেগেছে।'


আরও পড়ুন- 'মুখ্যমন্ত্রী, আপনি ঘুম থেকে উঠে পোড়া লাশের গন্ধ পাচ্ছেন?'


গুলি চালানোর ঘটনায় শনিবার রাতেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।                      


আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে