সুজিত মণ্ডল, কল্যাণী (নদিয়া): তৃণমূল কংগ্রেসের (TMC) নবনির্বাচিত কাউন্সিলর (Councillor) ওয়ার্ড চালাচ্ছেন। কিন্তু মেঝেতে বসেই। জোটেনি অফিসের চেয়ার বা টেবিল (furniture) কিছুই। কিন্তু কেন? জানা যাচ্ছে দলের প্রাক্তন কাউন্সিলর নাকি ওয়ার্ড অফিসের চেয়ার, টেবিল, আলমারি সব নিয়ে চলে গেছেন। এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর। আর এই গোটা ঘটনা সামনে আসতেই তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।
মেঝেতে বসেই পরিষেবা দিচ্ছেন কাউন্সিলর
নদিয়ার কল্যাণী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লক্ষ্মী ওরাও। তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত কাউন্সিলর তিনি। কিন্তু এখন তাঁকে নাগরিকদের পৌর পরিষেবা দিতে হচ্ছে মেঝেতে বসে।
লক্ষ্মী ওরাও জানান, তিনি ওয়ার্ড অফিস পৌরসভার ইঞ্জিনিয়ারের উপস্থিতিতেই দায়িত্ব নেন। এরপরই তাঁর অভিযোগ, ওয়ার্ড অফিসের ভেতরে আসবাবপত্র, আলমারি, চেয়ার ও টেবিল লোপাট হয়ে গিয়েছিল।
তাঁর অভিযোগ প্রাক্তন কাউন্সিলর রমেন্দ্রনাথ বাইন সেই সমস্ত আসবাবপত্র নিজেই নিয়ে যান। 'সেগুলো দিয়ে তিনি কী করেছেন তিনি নিজেই জানেন।' ইতিমধ্যেই বর্তমান কাউন্সিলর গোটা বিষয়টি কল্যাণী পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েছেন।
প্রাক্তন কাউন্সিলরের দাবি
গোটা ঘটনায় যদিও প্রাক্তন কাউন্সিলর রমেন্দ্রনাথ বাইন জানান, চুরিও হয়নি বা কেউ নিয়েও যায়নি। ওয়ার্ড অফিসের পাশেই দলের কর্মসূচি চলছিল। সেখান থেকে দলের কর্মীরা চেয়ারগুলো ভুল করে পার্টি অফিসে নিয়ে যায়। বেশ কয়েকটি চেয়ার ইতিমধ্যেই তার বাড়িতে রেখে গেছেন কর্মীরা। প্রসঙ্গত দুই কাউন্সিলরই তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
যদিও এই প্রসঙ্গে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার কার্যকর্তা সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, 'ওদের দলের অন্তর্দ্বন্দ্ব। এই অবস্থায় ওদের দল যদি কোনও ব্যবস্থা না নেয়, তাহলে বুঝতে হবে এগুলো সমস্ত ইচ্ছাকৃত হচ্ছে।