সুজিত মণ্ডল, শান্তিপুর : চুরির ঘটনায় যেন বিরাম নেই রাজ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটেই চলেছে। তাতে নতুন সংযোজন নদিয়ার শান্তিপুরে চুরি। একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনা পিছু ছাড়ছে না এই এলাকার। তবে তার বেশিরভাগ ক্ষেত্রেই ছিল শহরকেন্দ্রিক। এবার শহর পেরিয়ে গ্রামেও সেই চুরির ঘটনা। এবার পরপর সাতটি বাড়িতে চুরি হল।
কোথাও বাড়িতে না থাকার সুবাদে, আবার কোনও কোনও ক্ষেত্রে কেউ বাড়িতে থেকেও শেষ রক্ষা হল না। মঙ্গলবার ভোররাতে শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েত সংলগ্ন নৃসিংহপুর পুরনো হালদারপাড়ায় ভোররাতে পরপর সাতটি বাড়িতে চুরি হয়ে গেল। বিভিন্ন সিসি টিভি ক্যামেরা খতিয়ে দেখে রহস্য উন্মোচনের চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ। কারো আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা চুরি করা হয়েছে। আবার কোনও বাড়ি থেকে বাসন চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে।
দিনকয়েক আগে কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে দিনেদুপুরে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। দিনেদুপুরে অফিস চলাকালীন পোস্ট অফিস চত্বর থেকে এই ভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
কী ঘটনা ?
ওইদিন দুপুরে অজয় বোস নামে পোস্ট অফিসের এক এজেন্ট গ্রাহকদের টাকা জমার দেওয়ার জন্য পোস্ট অফিসে যান। তিনি একটি টেবিলে টাকার ব্যগটি রেখে তাঁর পরিচিত এক মহিলাকে দেখতে বলে অফিসের ভিতরে কাজে যান। অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ওই মহিলাকে বলেন তাঁর পায়ের কাছে টাকা পড়ে আছে। ওই মহিলা টাকা তোলার জন্য নিচু হন। উঠে দাঁড়াতেই দেখেন টাকার ব্যাগ উধাও। ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিও উধাও। ওই ব্যগে এক লক্ষ পাঁচ হাজার টাকা ছিল বলে জানা যায়।
গত সেপ্টেম্বর মাসে দিনেদুপুরে সোনার দোকানে (Gold Showroom Theft) চুরি করে চম্পট দিয়েছিল 'চোর'। হাপিস হয়ে যায় অন্তত দেড় লক্ষ টাকার সোনার গয়না, এমনই অভিযোগ জানান দোকান মালিক। ঘটনাটি ঘটে কৃষ্ণনগরের শক্তিনগরে (Nadia News)। প্রাথমিকভাবে জানা যায়, ক্রেতা সেজে দোকানদারকে বোকা বানানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।