সুজিত মণ্ডল , নদিয়া:  দলের ঊর্ধ্বে কেউ নন বলে দিন কয়েক আগেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু বকেয়া পুরভোটের (WB Municipal Polls 2022) আগে প্রার্থী নিয়ে লাগাতার বিক্ষোভে অস্বস্তিতে তৃণমূল (TMC)। খড়গপুর, ব্যারাকপুরের পর এ বার নদিয়াতেও (Nadia News) প্রার্থী নিয়ে বিক্ষোভে দেখাতে শুরু করলেন দলের কর্মী-সমর্থকরা। রানাঘাট পুরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী জোৎস্না শীকে ঘিরে আপত্তি জানিয়েছেন অনেকেই। নেটমাধ্যমে সেখানকার প্রার্থীককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আনা হয়েছে দুর্নীতির অভিযোগও। তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে দলের অন্দরেই।


যদিও রানাঘাট দক্ষিণ (Ranaghat Dakshin) সাংগঠনিক জেলা তৃণমূলের সহ আহ্বায়ক দীপক বসুর বক্তব্য়, ‘‘স্বচ্ছতার সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বই প্রার্থী ঠিক করেছে। যাঁরা বিক্ষোভ করছেন, তাঁরা বিজেপি-র লোকজন। তৃণমূলের কেউ বিক্ষোভ করছেন না।’’ তার পাল্টা এলাকার বিজেপি (BJP) সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, ‘‘শুধু প্রার্থীকে ঘিরে নয়, তৃণমূলের অন্দরে অনেক কিছু নিয়েই কোন্দল রয়েছে। এটা তারই বহিঃপ্রকাশ। গোটা রাজ্যেই এমন চলছে। আমরা কেন এতে নাক গলাতে যাব? মানুষ আমাদের পাশে রয়েছেন। আমাদের বোর্ড গড়তে সাহায্য করবেন মানুষই।’’


শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী উৎপল সাহাকে ঘিরেও বিক্ষোভ দেখা দিয়েছে।  তাঁর নাম সরিয়ে অন্য কাউকে প্রার্থী করতে হবে বলে দাবি উঠছে। সেই নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষভও দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। বীরনগর পুরসভার একাধিক ওয়ার্ডে বিক্ষোভ হয়। রাস্তা অবরোধ করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, গত বিধানসভা নির্বাচনে যাঁরা বিজেপি-র হয়ে কাজ করেছেন, এখন তাঁদেরই প্রার্থী করা হচ্ছে।


আরও পড়ুন: Kharagpur News: নাম রেখেও বাদ পরে, তৃণমূলের প্রার্থী বদল ঘিরে বিক্ষোভ খড়গপুরে


উত্তর ব্যারাকপুর পুরসভাতেও প্রার্থী নিয়ে বিক্ষোভে দেখাচ্ছেন তৃমমূলের কর্মীরা। ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবীন ভট্টাচার্যকে মানতে না চেয়ে ব্যারাকপুরের মণিরামপুরে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীদের একাংশ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা কাটাকাটি হয়। পরে অবরোধ তুলে দেয় পুলিশ। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রবীন ভট্টাচার্য কয়েকদিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন। সদ্য দলে যোগ দিয়ে টিকিট পেলেন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।


নিজেদের এলাকার প্রার্থী চাই বলে সম্প্রতিই পোস্টার পড়েছিল খড়গপুরে। শুক্রবার সন্ধেয় সেখানে বিজেপি থেকে আসা শৈলেন্দ্র সিংহকে প্রার্থী করে তৃণমূল। কয়েক ঘণ্টা পর সেই নাম তুলেও নেওয়া হয়। তাতেও বিক্ষোভ হয় সেখানে। রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখান শৈলেন্দ্রর অনুগামী এবং সমর্থকেরা।  পুলিশের সামনে, ইন্দা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পথ অবরোধও করা হয়।