সুজিত মন্ডল, রানাঘাট:  মেমু ট্রেনের পরিবর্তে রানাঘাট-শিয়ালদা মেন লাইনে লোকাল ট্রেন চালানোর দাবি। অবরোধ রানাঘাট স্টেশনে। অবরোধের জেরে আটকে পড়েছে একাধিক ট্রেন। এদিন সকাল ৮টা ৩৫ থেকে রানাঘাট স্টেশনে (Ranaghat Station) অবরোধ শুরু করেন নিত্য যাত্রীরা। তাঁদের দাবি, রানাঘাট থেকে ডাউন শিয়ালদা মেমু ট্রেনে উঠতে ভোগান্তি হচ্ছে। এবং ওই ট্রেন লালগোলা থেকে আসায় নোংরা হয়ে থাকে বলেও নিত্য যাত্রীদের অভিযোগ। রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার অন্যান্য যাত্রীরা। অবরোধ নিয়ে রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


কী অভিযোগ:
সকালে লালগোলা থেকে যে মেমু (MEMU) ট্রেন আসে তা অত্যন্ত অপরিচ্ছন্ন বলে অভিযোগ নিত্যযাত্রীদের। বারবার অভিযোগ জানিয়েও ওই ট্রেন সাফাই হয় না।


কেন অবরোধ:
ওই মেমু ট্রেনের বদলে একটি পরিচ্ছন্ন ট্রেনের দাবি করেছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, ওই ট্রেনটি লোকাল (Local Train) হতে হবে এবং রানাঘাট থেকে ছাড়তে হবে। এই দাবিতেই সকাল ৮টা বেজে ৩৫ মিনিট থেকে অবরোধ শুরু করেন সাধারণ বাসিন্দা ও নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, রানাঘাট থেকে ডাউন শিয়ালদা মেমু ট্রেনে উঠতে ভোগান্তি হচ্ছে। তাই মেমু-র পরিবর্তে লোকাল ট্রেন চালাতে হবে। 


কোথায় ভোগান্তি:
অবরোধের কারণে সকালে শিয়ালদহ-রানাঘাট (Sealdah-Ranaghat) লাইনে আপ ও ডাউন দুদিকেই ট্রেন বন্ধ। যার ফলে অত্যন্ত ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। শেষপর্যন্ত রেল কর্তৃপক্ষের আশ্বাসে সকাল ১০টা ১৫-য় অবরোধ ওঠে। সকালের ব্যস্ত সময়ে ১ ঘণ্টা ৪০ মিনিট রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হন অন্য যাত্রীরা। 


রেল যোগাযোগে নানা সমস্যা:
এই মাসে বিভিন্ন কারণে রাজ্যে নানা জায়গায় রেল যোগাযোগে সমস্যা হয়েছে। থার্ড লাইনে কাজ হওয়ার জন্য হাওড়া-ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচলে লাগাম রয়েছে। পরিবর্তন হয়েছে বেশ কিছু ট্রেনের সূচি। বন্ধ রয়েছে একাধিক ট্রেন। পাশাপাশি গত রবিবার খড়্গপুর স্টেশনে থার্ড লাইনের কাজের জন্য দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন যাতায়াত।


আরও পড়ুন:    'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও!