পুর্ব মেদিনীপুর: এবার নন্দীগ্রামে (Nandigram) দিনমজুরের বাড়িতে লক্ষ টাকার হদিশ। উদ্ধার হয়েছে ২ লক্ষ টাকা নগদ, প্রায় ১ লক্ষ টাকার সোনার গয়না ও ৬ লক্ষ টাকার সম্পত্তির নথি। দিনমজুর জব্বার আলি বেগ সপরিবারে পলাতক। পুলিশ সূত্রে খবর, ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন নন্দীগ্রামের নয়নান গ্রামের বাসিন্দা জব্বার। সপ্তাহখানেক আগে বাড়ি ফেরেন। তাঁর চালচলন দেখে ও জমি কেনার কথা জানতে পেরে সন্দেহ হয় গ্রামবাসীদের। খবর পেয়ে গতকাল নন্দীগ্রাম থানার পুলিশ ওই দিনমজুরের বাড়িতে হানা দেয়। সেখানেই মেলে টাকা, গয়না, সম্পত্তির হদিশ। জব্বার অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 


মালদায় টাকা উদ্ধার: গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া ১ কোটি ৩৯ লক্ষ টাকার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে। জড়িত আছেন আরও কয়েকজন। আদালতে দাবি করল CID। ২-৩ দিনের মধ্যেই, উদ্ধার হওয়া টাকা মাদক কারবারে কাজে লাগানোর পরিকল্পনা ছিল। চাঞ্চল্যকর দাবি CID সূত্রে। মাছ ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকার পাহাড়। ১ কোটি ৩৯ লক্ষেরও বেশি নগদ। রবিবার গাজোলে CID’র অভিযানের পর, এই দৃশ্য দেখে চমকে উঠেছে অনেকেই। গ্রেফতার হয়েছেন মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহা। কিন্তু, উদ্ধার হওয়া টাকার সঙ্গে কি মাদক কারবারের যোগ রয়েছে? মাছ ব্যবসার আড়ালে কি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন ধৃত ব্যক্তি?


গার্ডেনরিচে টাকার পাহাড়: কিছুদিন আগেই গার্ডেনরিচে আমির খানের বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলেছে টাকা গোনা। গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হওয়া টাকার অঙ্ক বেড়েছে ঘণ্টায় ঘণ্টায়। ইডির ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। ঘটনায় পলাতক মোবাইল অ্যাপ প্রতারণাকাণ্ডে মূল অভিযুক্ত আমির খান। ইডি সূত্রে দাবি, খোঁজ মিলছে না তাঁর বাবা পরিবহণ ব্যবসায়ী নিসার খানেরও। এদিকে এই ঘটনায় উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও। যদিও পুলিশের  তরফে কোনও মন্তব্য করা হয়নি।


দুর্গাপুর স্টেশনে উদ্ধার টাকা: হাওড়া স্টেশনের পর এবার দুর্গাপুর স্টেশনে এক ট্রেনযাত্রীর কাছ থেকে উদ্ধার হল ৩৬ লক্ষ টাকা! জব্বলপুর থেকে আসা ওই ট্রেনযাত্রীকে গ্রেফতার করেছে GRP। এত টাকা কী কারণে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, শুরু হয়েছে তার তদন্ত। পুলিশ অফিসারের টেবিলের ওপর সাজানো থরে থরে নোটের বান্ডিল। থানার ভিতরেই মেশিন এনে চলছে নোট গোনা। কোথায় গিয়ে থামবে নোটের অঙ্ক? শনিবার এবার এই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশনের জিআরপি থানায়। GRP সূত্রে খবর, এক ট্রেনযাত্রীর থেকে উদ্ধার হয়েছে ৩৬ লক্ষ টাকা!