ময়ূখ ঠাকুর চক্রবর্তী, উত্তর ২৪ পরগনা : নৈহাটিতে প্রকাশ্যে তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন। সামনে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, এখনও গ্রেফতারির সংখ্য়া শূন্য। মূল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। এরই মধ্য়ে সরিয়ে দেওয়া হল ব্য়ারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। তাঁর জায়গায় এলেন অজয় ঠাকুর।
নবান্নের তরফে জানানো হয়েছে এটা রুটিন বদলি। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ইতিমধ্যেই তিন বছরের সময়সীমা কাটিয়ে নিয়েছেন। তাই তাঁকে এখান থেকে বদলি করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠানো হয়েছে। আপাতত ডিআইজি ট্র্যাফিক পদে পাঠানো হয়েছে অলোক রাজোরিয়াকে। অন্যদিকে জানা গিয়েছে, ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার অজয় ঠাকুর এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে কাজ করেছেন দীর্ঘদিন। ডিসি ডিডি পদেও কর্মরত ছিলেন তিনি। কাজ করেছেন জয়েন্ট সিপি অর্থাৎ গোয়েন্দা প্রধান পদেও।
নৈহাটিতে তৃণমূলকর্মীকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে তৃণমূলকর্মী সন্তোষ যাদবের উপর হামলা করা হয়েছে অভিযোগ। নৈহাটির পানিট্যাঙ্কিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চলে গুলি। এরপরই আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু হয়, দাবি স্থানীয় নেতৃত্বের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। গুলি লেগেই মৃত্যু হয়েছে তৃণমূলকর্মীর নাকি মাথা থেঁতলে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, সন্তোষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে, বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিল। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজেশকে মদত দিতেন অর্জুন সিং। এই রাজেশের বাড়িতেই ভাঙচুর চালিয়েছে উন্মত্ত জনতা।
অন্যদিকে অর্জুন সিংহ জানিয়েছেন, বছর দেড়েক আগে নাকি রাজেশের উপর হামলা চালিয়েছিলেন সন্তোষ। রাজেশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও চালিয়েছিলেন সন্তোষ। যার জেরে দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয়েছিল তাঁকে এবং তাঁর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। মারধরও করা হয়েছিল। সেই ঘটনার জেরে, নৈহাটি থানা অভিযোগ জমা পড়েছিল। প্রতিহিংসা বশতই কি তবে এই ঘটনা ঘটেছে? প্রশ্ন তুলেছেন অর্জুন সিংহ। তাঁর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।