বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের আগে, নন্দীগ্রামে (Nandigram), তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য় বোমাবাজি। অল্পের জন্য় রক্ষা পেলেন তৃণমূল কর্মী। বোমাবাজির নেপথ্যে রয়েছে বিজেপি, অভিযোগ তুলেছেন বোমাবাজিতে জখম তৃণমূল কর্মী। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি।
মেঝেতে তাজা বোমার দাগ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সুতলি। মেঝেতে পড়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। পঞ্চায়েত ভোটের আগে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! অল্পের জন্য় প্রাণে বাঁচলেন তৃণমূল কর্মী। নন্দীগ্রামের মহেশপুরের পারুলবাড়ি এলাকার বাসিন্দা, তৃণমূলকর্মী বুদ্ধদেব মুনিয়ানের দাবি, বৃহস্পতিবার রাত সোয়া ১২টা নাগাদ, তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে কটূক্তি, গালি-গালাজ করছিল বেশ কয়েকজন।
তৃণমূল কর্মীর মোটরবাইকটি ভাঙচুর করে তারা। অভিযোগ, চিৎকার চেঁচামেচি ও ভাঙচুরের আওয়াজ পেয়ে, বারান্দায় বেরোতেই তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য় করে ছোড়া হয় বোমা। প্রাণে বাঁচলেও গুরুতর জখম হন তৃণমূল কর্মী।
ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কর্মী। বোমাবাজিতে জখম তৃণমূলকর্মী বুদ্ধদেব মুনিয়ান বলছেন, 'গালিগালাজ, চিৎকার। বাইক ভাঙচুর। ২-৩ জনকে চিনতে পারি। সঙ্গে সঙ্গে বোম ছোঁড়ে। করেছে বিজেপির দষ্কৃতীরা। আমি টিএমসি করি।'
বোমাবাজিতে জখম তৃণমূলকর্মীর স্ত্রী সুলেখা মুনিয়ানের কথায়, বোমায় পড়ে যায় আমার স্বামী। উঠে তারপর সবাইকে ডাকে। বোমাবাজির নেপথ্যে বিজেপি, অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি বিজেপির। বুধবার মধ্যরাতে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বিধ্বংসী আগুন লাগে।দরকারি নথি, সিলিং ফ্যান, টেবল, চেয়ার-সহ পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাব। সেই ঘটনাতেও বিরোধীদের দিকেই আঙুল তুলেছিল তৃণমূল। আর বৃহস্পতিবার রাতের বোমাবাজির ঘটনায়, বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মী।
দুই প্রতিবেশীর ঝামেলা: জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলা। আর সেই ঝামেলা গড়াল বোমাবাজিতে (Bombing)। ঘটনা মল্লারপুরের কোটা গ্রামে। ৩ জন আহত হন। ৩-৪টি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ (Mallarpur Police Station)।
মাড়গ্রামের পর এবার মল্লারপুর। ফের বোমা বারুদের আস্ফালন বীরভূমে। আহত হয়েছেন তিন জন। ঘরের শাটারে এখনও তাজা বোমার দাগ। ভেঙে বেরিয়ে গিয়েছে জানালার ফ্রেম। ছড়িয়ে ছিটিয়ে ভাঙা জানালার কাচ। সামান্য জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলার জেরে ধুন্ধুমার বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে।