কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ৫ মাঘ, ২০ জানুয়ারি-


সূর্যোদয়- সকাল ৬টা ২৬ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টে ১১ মিনিট


বারবেলাদি- ৯:৭, ১১:৪৮


কালরাত্রি- ৮:৩০, ১০:০৯ 


যাত্রা- নেই


শুভকাজ- দীক্ষা


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল-



  • মেষ- প্রেমের সম্পর্কে উন্নতি। নতুন কিছু ট্রাই করতে পারেন। এখনই কিছু বিষয়ে নজর দিতে হবে আপনাকে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আর্থিক সমস্যার মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা। 

  • বৃষ- সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা।কর্মজীবন এবং সন্তানদের নিয়ে খুশি হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু কিছু দিকে আপনাকে নজর রাখতে হবে। কোনও মামলার নিষ্পত্তি হতে পারে।নিজবুদ্ধিতে কর্মস্থানে উন্নতি।  বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন।  

  • মিথুন- চাকরিস্থানে জটিলতা বাড়বে। সঙ্গীর স্বাস্থ্য়ের দিকে খেয়াল রাখুন। কাজের জায়গায় সমালোচনা হতে পারে। কোথাও ঘোরার পরিকল্পনা থাকলে তা দেরি হতে পারে। চাকরির স্থানে উন্নতি। মাথা ব্যাথা বাড়তে পারে। ইচ্ছাপূরণের সম্ভাবনা রয়েছে।  

  • কর্কট- বিয়ে নিয়ে যোগাযোগ আসবে।  বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত কাজের চাপের সম্মুখীন হতে পারেন। কাজের গতি বাড়াতে হবে। পেশাগত ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। নিজের জন্য একটু সময় বের করুন। 

  • সিংহ-   প্রতিবেশীর থেকে সাবধান।নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় পুরনো অভিজ্ঞতার কথাও মনে রাখবেন। কোনও কিছু নিয়ে রাগ হলেও তা প্রকাশ করা নিয়ে সংযত থাকুন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।  

  • কন্যা- নতুন বন্ধু হবে আপনার। নিজের চেনা মানুষ আপনার বিরোধীতা করতে পারে। দীর্ঘদিনের কোনও চেষ্টার ফল মিলতে পারে। যা পরিকল্পনা করে রেখেছেন তা ফলবে।

  •  তুলা-  মনের মানুষের দেখা পাবেন।  আত্মসম্মান নিয়ে চিন্তিত থাকতে পারেন। আয়ের নতুন কোনও উৎস হতে পারে।  পড়াশোনার চাপ বাড়বে। ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।জলপথ এড়িয়ে ঘুরতে যান।

  • বৃশ্চিক- জলপথে ভ্রমণে যাবেন না।  পরিবারের কোনও সদস্যকে নিয়ে চিন্তায় থাকতে পারেন।  প্রয়োজনে কোনও ছুটি নিতে পারেন। গুরুজনদের থেকে আশীর্বাদ মিলবে।

  • ধনু- শরীর নিয়ে সতর্ক থাকুন। প্রেমে আনন্দ বাড়বে। শরীর নিয়ে চিন্তা বাড়বে। সমাজে আপনার সম্মান বাড়তে পারে।  ঋণ মেটানোর চেষ্টা করতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময়।  

  • মকর-   অতিরিক্ত বিশ্বাসে ক্ষতি হবে। নানা বিষয়ে চমক আসতে পারে আজ। কিছু আপনার পছন্দ হবে, কিছু হয়তো পছন্দ হবে না। নিজের রাগ সংযত রাখুন, নয়তো কেউ আপনার ব্যবহারে কষ্ট পাবেন।  

  • কুম্ভ-  শরীরে আঘাত লাগতে পারে। পরীক্ষার ফল সন্তোষজনক হবে না। আজ পরিশ্রম হবে, কিন্তু দিনের শেষে কাজ নিয়ে তুষ্ট হবেন।  সামান্য বুদ্ধির ব্যবহার করলেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। 

  • মীন- কাজের জায়গায় বুঝে চলুন। আশপাশের কারও থেকে মনোবল মিলতে পারে। আজ চুপচাপ থেকে কোনও লাভ নেই। কর্মক্ষেত্রে কেউ আপনাকে অকারণে দোষ দিতে পারে। মাথা ঠান্ডা রাখুন। অযথা ঝামেলায় জড়াতে পারেন। 

  •  



ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।