কলকাতা: 'ভোটে হিংসা হোক বা ভোট পরবর্তী হিংসা, গণতন্ত্রে যে কোনও ধরণের হিংসাই ত্যাগ করা উচিত। হিংসামুক্ত সমাজ হচ্ছে আদর্শ এবং যে কোনও রাজ্যের উচিত সমাজকে হিংসামুক্ত করার চেষ্টা করা', নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের।
'রাজ্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার ফলে সমাজের কাছে ভুল বার্তা যাবে'
'যে কোনও ধরণের হিংসায় প্রত্যেক রাজ্যকে Zero Tolerance মনোভাব দেখাতে হবে। যে কোনও ধরণের অপরাধকে যুক্তিযুক্ত প্রতিপন্ন করার চেষ্টা করা এবং তার সঙ্গে রাজনৈতিক ইস্যুকে যুক্ত করা গ্রহণযোগ্য নয়। খুনের মতো মারাত্মক অভিযোগের মামলা প্রত্যাহারের জন্য রাজ্য যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার ফলে সমাজের কাছে ভুল বার্তা যাবে', নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের।
' খুনে অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে..' !
'খুনের ঘটনা ঘটেছে, অভিযুক্তদের বিচারের সম্মুখীন হতেই হবে। মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত কখনই জনস্বার্থে হতে পারে না। এর ফলে জনগণের ক্ষতি হবে, তারা আঘাত প্রাপ্ত হবে। ক্ষতিগ্রস্ত পরিবার চাইলেও এই ধরনের মামলা প্রত্যাহার করা যায় না', নন্দীগ্রাম মামলায় পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের।
ভোট পরবর্তী হিংসার ভয়াবহ উদাহরণ নন্দীগ্রাম
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ভয়াবহ উদাহরণ নন্দীগ্রাম। গোটা বাংলায় একুশের ভোটের ফলের পর একের পর এক খুন, বিরোধী দলের নেতাদের পরিবারেও চলেছিল হামলা। বিজেপির কার্যালয় থেকে শুরু করে, কোনওকিছুই পার পায়নি। ভোট পরবর্তী হিংসার সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই। মাসের পর মাস প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মীরা। যদিও পরে, তাঁদেরকে ফিরিয়ে আনা হয়েছিল।
নন্দীগ্রামে খুন হয়েছিলেন বিজেপি কর্মী
নন্দীগ্রামে খুন হয়েছিলেন বিজেপি কর্মী। পরিস্থিতি এতটাই খারাপ দিকে গিয়েছিল যে, কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেসময় তৎকালীন রাজ্যপাল জগদ্বীপ ধনখড়, গিয়েছিলেন ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করতে। একুশের ভোটের পর রাজ্যে এসেছিলেন অমিত শাহ। এবং গোটা বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় দুঃখপ্রকাশও করেছিলেন তিনি।
আরও পড়ুন, হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে শনি ও রবিবার, ট্রেনের সময় দেখে বেরোবেন
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)