বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আজ পূর্ব মেদিনীপুরের (West Midnapore) নন্দীগ্রামে (Nandigram) মিছিল ও সভা করল ডিওয়াইএফআই। দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বেরোয় বাম কর্মী-সমর্থকদের মিছিল। হাসপাতাল (Hospital) মোড় ঘুরে তা ফের বাসস্ট্যান্ড চত্বরেই ফিরে আসে। সেখানে সভায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় অভিযোগ করেন, গত বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে বাম কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ, নন্দীগ্রামে তাদের ঠেকাতে সিপিএমকে বাড়তি অক্সিজেন দিচ্ছে তৃণমূল। বাম ও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধী দলের অনেক নেতাই পথে নেমেছেন, বিক্ষোভে সামিল হয়েছিলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের কর্মসূচি হয়েছিল কিছুদিন আগে। বহরমপুরের কান্দি বাসস্ট্যান্ডের পথসভা থেকে কেন্দ্র ও রাজ্যকে নিশানা  করেছিলেন অধীররঞ্জন চৌধুরীর মতো কংগ্রেসের বর্ষীয়ান নেতাও। 


শিলিগুড়িতেও মূল্যবৃদ্ধির প্রতিবাদ


মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ। যেভাবে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম বাড়ছে, তাতে মাথায় হাত মধ্যবিত্তের। এবার তাই থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ সিপিআইয়ের (CPI)। এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়িতে (Siliguri)। 


কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ


শিলিগুড়ির হাসমি চক এলাকায় এদিন দেখা গেল এমনই দৃশ্য। যেখানে থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখাল সিপিআই। প্রতিনিয়ত গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। মধ্যবিত্তের নাগালের বাইরে সব কিছুর হিসেব। এই পরিস্থিতিতে এদিন হাসমিচক এলাকায় থালা বাজিয়ে প্রতিবাদে সামিল হয় সিপিআই। মূলত খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ বলে জানিয়েছে সিপিআই। দ্রুত এর সমাধান না করলে আরও বৃহত্তরে আন্দোলনে যাওয়ার কথাও জানিয়েছে তারা। এদিন শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারের বিরুদ্ধেও বিভিন্ন ইস্যুতে ক্ষোভ উগরে দেয়। 


আরও পড়ুন: ‘জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করলে কড়া পদক্ষেপ’, কলকাতা পুলিশে নয়া নির্দেশ