বিটন চক্রবর্তী পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দুকে (Suvendu Adhikari) প্রাক্তন বিরোধী দলনেতা বানানোর হুঁশিয়ারিও দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। এই প্রসঙ্গে তৃণমূল-বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ শানিয়েছে বামেরা।
কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, যতদিন না পর্যন্ত শুভেন্দুকে প্রাক্তন বানাতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে ধরে হলেও, অভিষেকের (Abhishek Banerjee) হাতে ধরে হলেও একটাই ভিক্ষা চাইব, মন্ত্রী হতে চাই না, ক্ষমতা চাই না, শুধু নন্দীগ্রামে পৌঁছতে চাই।. একবার মানুষকে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় হারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ষড়ষন্ত্র করে হারানো হয়েছে।
কে কাকে প্রাক্তন বানাবেন, তাই নিয়ে বাগযুদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamanta Banerjee) প্রাক্তন করে দেবেন বলে কটাক্ষ করায় এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রাক্তন বিরোধী দলনেতা বানানোর হুঁশিয়ারি দিলেন মদন মিত্র (Madan Mitra)।
সম্প্রতি একাধিকবার বিরোধী দলনেতার গলায় শোনা গেছে এই হুঙ্কার। তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছেন তিনি। এর প্রেক্ষিতে এবার শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মদন মিত্র (Madan Mitra) । রবিবার বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তাঁকেই প্রাক্তন বানানোর হুঁশিয়ারি দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। শুভেন্দুকে বেইমান বলেও কটাক্ষ করেছেন মদন।
শুভেন্দুকে প্রাক্তন-কটাক্ষ মদনের তৃণমূলকে (tmc) পাল্টা আক্রমণ বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির। বিজেপি (bjp) তপন বন্দ্যোপাধ্যায় (Tapan Banerjee) বলছেন, মদন মিত্র (Madan Mitra) এই দৃষ্টিভঙ্গিতেই বোধহয় বলেছেন শুভেন্দু । মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, আতঙ্কে আছেন আগে থেকে সাফাই গেয়ে রাখলেন।
শুভেন্দুকে মদনের এই আক্রমণ। আদতে লোক দেখানো বলে কটাক্ষ করেছে বামেরা (CPM)। গতবছর নভেম্বরে নন্দীগ্রামের (Nandigram) বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। রবিবার সেই নন্দীগ্রামের (Nandigram) মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari) ঝাঁঝাল আক্রমণ শানালেন মদন মিত্র । তাহলে কী এবার শুভেন্দুর মোকাবিলায় কুণালের সঙ্গে মদনকেও ময়দানে নামাতে চাইছে তৃণমূল (TMC) ? প্রশ্ন সেটাই ।