নন্দীগ্রাম: নন্দীগ্রামে (Nandigram) আক্রান্ত বিজেপি নেতা সঞ্জয় আড়ির অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাত রয়েছে তাঁর। কলকাতা বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আক্রান্ত আরও একজনের চোখে গুরুতর আঘাত। 


আশঙ্কাজনক বিজেপি নেতা: নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি SC মোর্চার সম্পাদক সঞ্জয় আড়ির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আজ দুপুরে অচেতন অবস্থায় মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মারের চোটে  সঞ্জয়ের মাথার খুলি ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। চিকিৎসক সুনন্দন বসুর অধীনে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয় সঞ্জয়কে। বিকের ৫টা নাগাদ তাঁর অস্ত্রপচার শুরু হয়। ঘণ্টাখানেক চলে অস্ত্রপচার। সঞ্জয়ের মাথায় জমাট বাঁধা রক্ত বের করা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। 


ভোটের আগে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। বিজেপি নেতার মাকে রডের বাড়ি মেরে পিটিয়ে, কুপিয়ে খুনের ঘটনা ঘটে। মৃতের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি। যিনি সোনাচূড়ার বিজেপি SC মোর্চার অঞ্চল সম্পাদক। এই ঘটনায় বিজেপি নেতা-সহ আরও ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। বিজেপির দাবি, গতকাল সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসাবাজারে বুথ পাহারা দিচ্ছিলেন তাদের কর্মী, সমর্থকরা। বিজেপির অভিযোগ, বুধবার ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের বাইক বাহিনী। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়ে মা। ফেরার সময় হামলাকারীরা বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। বিজেপি কর্মী খুনে এখনও গ্রেফতার শূন্য।


এদিন দিনভর উত্তপ্ত পরিস্থিতি হয় নন্দীগ্রামে। বিজেপি নেতার মাকে খুনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম। নন্দীগ্রামের সোনাচূড়ায় একের পর দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘটনায় লাঠিচার্জ করে পুলিশ। বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় এদিন নন্দীগ্রামে বন‍্ধের ডাক দেয় বিজেপি। সকাল ৭টা থেকে শুরু হয় বন‍্ধ। শেষপর্যন্ত পুলিশের আশ্বাসে ৩ ঘণ্টা পর, সকাল ১০টা নাগাদ বন্‍ধ-অবরোধ প্রত্যাহার করে বিজেপি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: CPM কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার, সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ যাদবপুরে