বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: গরু পাচারে বাধা দেওয়ায় নন্দীগ্রামে পুলিশের গাড়ির চালককে পিষে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের মর্গে তুলকালাম। পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। 

পুলিশ সূত্রে  খবর, ভোর সাড়ে ৪টে নাগাদ রেয়াপাড়া ফাঁড়িতে খবর আসে লরিতে করে গরু হচ্ছে। রাস্তা আটকানোয় পুলিশের টহলদারি ভ্যানে ধাক্কা মারে লরি চালক। পুলিশের গাড়ির চালক ও অন্য পুলিশ কর্মীরা গাড়ি থেকে নেমে পড়েন। 

অভিযোগ, এরপরই দ্রুত গতিতে এসে পুলিশের গাড়ির চালককে পিষে দিয়ে চম্পট দেয় লরি চালক। মৃত সহদেব প্রধান রেয়াপাড়ারই বাসিন্দা। বছর পঁচিশের সহদেব রেয়াপাড়া থানার অস্থায়ী গাড়ি চালক। ঘাতক লরির খোঁজ চালাচ্ছে পুলিশ। 

এদিকে, রাজ্যে মোষ পাচার নিয়ে নবান্নর কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, মোষ পাচার রুখতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চায় কেন্দ্র। কোচবিহার-আলিপুরদুয়ার-জলপাইগুড়ি ৩টি জেলার পুলিশের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। অভিযোগ, বিহার, হরিয়ানা হয়ে উত্তরবঙ্গ দিয়ে চোরাপথে মোষ পাচারের কারবার চলছে