বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: নন্দীগ্রামের (Nandigram) টাকাপুরায় বিজেপি (BJP) কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের (bomb blast) ঘটনা ওই কর্মী সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার বিস্ফোরণ হাওয়ার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায় সিআইডির বম্ব স্কোয়াড। সিআইডি সূত্রে জানা গেছে, তদন্তের সময় ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে একটি বস্তার মধ্যে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় ওই বিজেপি কর্মী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বাড়ির মালিক সুবোধ বেরা ও আরেক বিজেপি কর্মী সৌম্যদীপ জানা। তাদের জেরা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা চলছে।


বুধবার নন্দীগ্রামের টাকাপুরায় বিজেপি কর্মী সুবোধ বেরার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে জখম হন তিনজন। তাঁরা হলেন গোকুল বেরা, শুভাশিস গায়েন ও তপন ঢালি। 


স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের টাকাপুরা এলাকায় গোকুল বেরার ছোট একটি মাটির বাড়িতে ১৫-২০ জন বোমা বাঁধছিল। সেইসময় আচমকা কয়েকটি বোমা ফেটে যায়। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে প্রথমে আহত তিনজনকে তড়িঘড়ি করে এলাকা থেকে বের করে কোন হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে জানা যায়, এই ঘটনায় আহত তপন ঢালিকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।


তৃণমূলের অভিযোগ, ওই এলাকায় অশান্তি পাকানোর জন্য বিজেপির লোকেরা বাইরে থেকে সরঞ্জাম নিয়ে এসে সুবোধ বেরার বাড়িতে বোমা বানাচ্ছিল। সেই সময় তার মধ্যে কয়েকটি বোমা ফেটে এই ঘটনা ঘটেছে। 


যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের লোকেরা জোর করে বিজেপি কর্মীর বাড়িতে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটিয়ে এখন বিজেপির নামেই বদনাম করার চেষ্টা করছে। আর প্রশাসনও ওই বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারের প্রহসন করে তাদের কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করে আতঙ্ক ছড়াতে চাইছে। দলের তরফে গ্রেফতার হওয়ার কর্মীদের সবরকমের আইনি সহায়তা দেওয়া হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন; Basirhat News: বিজেপির হয়ে ভোট করানোর জের! পঞ্চায়েত সুপারভাইজারের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে