Realme Phones: ভারতে দাম কমেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের (Realme Narzo 70 Pro 5G)। তবে সীমিত সময়ের জন্য। ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। অফার (Offers) প্রযোজ্য রয়েছে আজ অর্থাৎ ৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য গত ১৯ মার্চ ভারতে লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন। 


দেখে নিন লঞ্চের সময় এই ফোনের দাম কত ছিল এবং ছাড় যুক্ত হলে দাম কতটা কমছে 


লঞ্চের সময় রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। এই মডেলের দাম ৩০০০ টাকা কমে হয়েছে ১৬,৯৯৯ টাকা। এটি বেস মডেল। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট। সেই মডেলের দামও কমেছে। এক্ষেত্রে রয়েছে ২০০০ টাকার ডিসকাউন্ট কুপন। ফলে এই মডেলের দাম কমে হয়েছে ১৯,৯৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়া এই ই-কমার্স সংস্থা এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে ছাড়। 


রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন যখন লঞ্চ হয়েছিল তার পরের আর্লি বার্ড সেলে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছিল ১৮,৯৯৯ টাকায়। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম কমে হয়েছিল ১৯,৯৯৯ টাকা। 


রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 



  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 

  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর।

  • রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.1- র সাপোর্ট রয়েছে। 

  • এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এর মধ্যে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়া ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • রিয়েলমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৭ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট। 

  • এই ফোনে Rainwater Smart Touch ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। এই ফিচার ইউজারদের ফিঙ্গারপ্রিন্ট এবং জলের বিন্দু আলাদা ভাবে বুঝতে সক্ষম। তার ফলে হাত ভেজা থাকলেও ফোন ব্যবহার করতে পারবেন ইউজাররা। 


আরও পড়ুন- একবার চার্জ দিলে চলবে টানা সাতদিন, ভারতে হাজির নয়েজের নতুন স্মার্টওয়াচ, দাম কত? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।