বিটন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : শুক্রবার ফের নন্দীগ্রামে আলাদাভাবে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করল তৃণমূল ও বিজেপি। তা নিয়ে যথারীতি দু’দলের মধ্যে বাগযুদ্ধের পারদও চড়ল।
শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল ও বিজেপি। ২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই ঘটনার স্মরণেই সভা । আর তা ঘিরে শাসক ও বিরোধীদলের তরজা আরও এবার প্রকাশ্যে। একই ব্যানারে আলাদা স্মরণ সভা করলেন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ। দুই সভা থেকেই পঞ্চায়েত ভোটের আগে উঠে এল উত্তপ্ত বাক্য। একে অপরের প্রতি বাক্যবাণ।
আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই : কুণাল
ভোরের আলো ফোটামাত্র শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করল তৃণমূল। বাদ গেল না রাজনীতিও। স্মরণসভার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, নন্দীগ্রামের আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই। কুণালের অভিযোগ, সিপিএম যেমন আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসাত, এখন শুভেন্দু কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আন্দোলনকারীদের ফাঁসাচ্ছে। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হলদিয়া-নন্দীগ্রাম সেতু তৈরির কথাও ঘোষণা করেন কুণাল। আরও পড়ুন :
ক্লিক করে পড়ে নিন জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি।
এদিন ভোর ৫টা নাগাদ নন্দীগ্রামে ভাঙাবেড়া ব্রিজের কাছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূলের শহিদ স্মরণ সভার আয়োজন করা হয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ছাড়াও হাজির ছিলেন কারামন্ত্রী অখিল গিরি-সহ শাসকদলের নেতারা। মোমবাতি নিয়ে মিছিল করে ফুল দিয়ে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
শুভেন্দুর পাল্টা সভা
অন্যদিকে, সকাল ৮টা নাগাদ ভাঙাবেড়া ব্রিজের ২০০ মিটার দূরে শহিদ মিনারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে এদিন আলাদা স্মরণসভা করেন শুভেন্দু অধিকারী। বিজেপির অনুষ্ঠান থেকে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এই দিনটিকে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করে আসছে। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর, তৃণমূল ও বিজেপির তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হয়।
ABP Ananda Social Media Handles:
Facebook: https://www.facebook.com/abpanandaTwitter: https://twitter.com/abpanandatvGoogle+: https://plus.google.com/+abpananda